২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রুমানার ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’

-

এই মুহূর্তে কলকাতায় আছেন বরেণ্য সঙ্গীতশিল্পী রুমানা ইসলাম। আর এরই মধ্যে তার নতুন একটি মৌলিক গান প্রকাশিত হলো। গানের শিরোনাম ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি’। গানটি লিখেছেন ও সুর করেছেন অভি মঈনুদ্দীন। সঙ্গীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান, সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। মুঠোফোনে কলকাতা থেকে রুমানা ইসলাম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি- আমার ভীষণ পছন্দের একটি গান। এক জীবনে বেশ কিছু ভালো গান গাওয়ার সৌভাগ্য হয়েছে। তবে এটা সত্য আমাকে ভেবে, আমার সাথে মানানসই গান খুব কমই সৃষ্টি হয়েছে। যেদিন চলে যেতে চেয়েছিলে তুমি ঠিক সে ধরনেরই একটি গান, যে গানটি শুধু আমার কণ্ঠ, আমার ব্যক্তিত্বকে মাথায় রেখেই করা। গানের কথা ও সুর যেন তারই প্রমাণ। গানটি ভীষণ ভালো হয়েছে। আমার বিশ^াস গানটি সবার ভালো লাগবে। এরই মধ্যে গানটি প্রকাশের পর আমার খুব কাছের কিছু মানুষের কাছ থেকে ভালো সাড়া পেয়েছি। সময় গেলে হয়তো আরো অনেক বেশি সাড়া পাব।’ সর্বশেষ রুমানার কণ্ঠে জামাল হোসেনের লেখা ও উজ্জ্বল সিনহার সুর করা ‘এখনো শ্রাবণ ঝরায়’ গানটি প্রকাশিত হয়। ফুয়াদ আল মুক্তাদিরের লেখা ও সুর করা ‘ছোট্ট এই বুকে’ গানটিও সম্প্রতি মুক্তি পেয়েছে, যা দীর্ঘদিন রুমানা ইসলাম খুঁজে পাননি বলে জানিয়েছেন। সম্প্রতি শেষ হওয়া মাছরাঙা টিভিতে প্রচারিত একটি রিয়েলিটি শোর প্রধান বিচারকদের একজন ছিলেন রুমানা ইসলাম। সিনেমার গানে রুমানার অভিষেক হয় তার বাবা খান আতাউর রহমানের হাত ধরেই।

 


আরো সংবাদ



premium cement
আত্মসমর্পণ করে জামিন পেলেন বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মি শ্রীলঙ্কায় আকস্মিক বন্যায় পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ, ন্যায়বিচারের আশ্বাস তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রির ঘরে মিরসরাইয়ে কৃষকের ৪টি গরু চুরি ট্রাম্পের মনোনীত ব্যক্তিদের ওপর হামলা হচ্ছে : এফবিআই জামিন মেলেনি হলমার্ক গ্রুপের জেসমিনের গ্লোবাল লিগ : অবিশ্বাস্য হারে আসর শুরু রংপুর রাইডার্সের আফ্রিকায় ধর্ষকদের রক্ষায় আইনি ফাঁকফোকর নিয়ে প্রতিবেদন মেহেরপুরে আলগামন উল্টে চালক নিহত ভিড়ল কয়লার জাহাজ, উৎপাদনে ফিরছে মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র

সকল