২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উচ্ছ্বসিত দীঘি

উচ্ছ্বসিত দীঘি -

ছোট্ট থেকে বড় হওয়া তারকা অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’ গত ২ জুন একটি ওটিটি প্লাটফর্মে প্রকাশিত হয়। এই ওয়েব ফিল্ম প্রকাশের আগে দীঘি অভিনীত সিনেমাও মুক্তি পেয়েছিল। কিন্তু সুমন ধর পরিচালিত শেষ চিঠির দীঘি যেন একজন পরিপূর্ণ অভিনেত্রী। ছোট্টবেলায় দীঘি যখন অভিনয় করত, তখন মা’ই ছিল তার সার্বক্ষণিক সাথী। তার মা চিত্রনায়িকা দোয়েল বেঁচে থাকলে আজ হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন, কারণ শেষ চিঠির দীঘি অভিনয়ে আজ যে পরিপূর্ণ, সেই পরিপূর্ণ দীঘিতে রূপান্তর করতেই মা স্বপ্ন দেখেছিলেন, ছোটবেলা থেকে তাকে অভিনয়ের সাথে সম্পৃক্ত করেছিলেন। কিন্তু দীঘি ছোট থাকতেই তার মা পরপারে চলে যান। তবে দীঘি তার চলার পথের প্রতিটি মুহূর্তে মাকে ভীষণভাবে অনুভব করেন। শেষ চিঠির তুলিকে স্ক্রিনে দেখার জন্য দীঘির বাবা নায়ক সুব্রতও যেন অপেক্ষা করছিলেন। শেষ চিঠি প্রকাশিত হয় ২ জুন, ৩ জুনই দীঘির বাবা শেষ চিঠি উপভোগ করে দীঘির মুঠোফোনে ম্যাসেজ পাঠান। যাতে লেখা ছিল- ‘সুননাই শেষ চিঠি দেখলাম, সব মিলিয়ে অসাধারণ। সব মিলিয়ে ভালো করেছ। অনেক অনেক শুভ কামনা।’
দীঘি জানেন তার বাবা একজন অভিজ্ঞ অভিনেতা, তার কাছ থেকে অভিনয়ে প্রশংসা পাওয়া খুব সহজ নয়। যে কারণে বাবার কাছ থেকে এই অনুপ্রেরণামূলক ম্যাসেজ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত হয়ে পড়েন দীঘি। দীঘি বলেন, ‘আজ আম্মু বেঁচে থাকলে হয়তো আরো অনেক বেশি খুশি হতেন। কারণ, আম্মু আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলেন। তাকে ভীষণ মিস করি প্রতি মুহূর্তে। বাবা শেষ চিঠি দেখার পর যে ম্যাসেজ দিলেন, তা ছিল আমার জন্য অনেক আনন্দের, উচ্ছ্বাসের। বাবার কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছি তা আমার চলার পথে অনেক সাহসী করে তুলেছে, আমার আত্মবিশ^াস বাড়িয়ে দিয়েছে। দর্শকের কাছে ভীষণ কৃতজ্ঞতা, তারা প্রতিনিয়ত শেষ চিঠি দেখছেন এবং আমি প্রতিদিনই অনেক সাড়া পাচ্ছি। এটা আমার জন্য সত্যিই অনেক বড় প্রাপ্তি, ভীষণ অনুপ্রেরণারও বটে।’
ছবি : দীঘির সৌজন্যে


আরো সংবাদ



premium cement
কুয়েটের ১২ শিক্ষক-কর্মচারী বরখাস্ত চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন চলছে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি ড. ফরহাদের চৌগাছায় অস্ত্র ও গুলিসহ আটক ১ ইসকনের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের সাইফুল হত্যাকাণ্ডে ইসকনের শোক, দায় নেবে না বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় আলগামনচালক নিহত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি, প্রিয়াঙ্কা গান্ধী ‘যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’

সকল