গানে মনোযোগী হচ্ছেন আরজুমান্দ আরা বকুল
- বিনোদন প্রতিবেদক
- ০৯ জুন ২০২২, ০০:০০
টিভি নাটকে কিংবা সিনেমায় বড় বোন কিংবা মায়ের চরিত্রেই বগুড়ার আরজুমান্দ আরা বকুলকে দেখা যায়। তবে মা চরিত্রে অনেক নতুন নতুন শিল্পীর কাজ বেড়ে যাওয়ায় আরজুমান্দ আরা বকুলের মতো অনেক শিল্পীরই মা চরিত্রে কাজ কমে গেছে। বকুলের মতো অনেক মায়ের ভাষ্য এমন, তারা যে সম্মানী বা পারিশ্রমিকে নাটক কাজ করেন তার চেয়েও অনেক কমক সম্মানীতে অন্যরা দিনের পর দিন কাজ করে যাচ্ছেন। যে কারণে তার মতো যারা আছেন, তাদের কাজ কমে গেছে। যে কারণে নাটকে বকুলের কাজ কমে যাওয়ায় তিনি এবার একটু গানের প্রতি মনোযোগী হয়ে উঠেছেন। একজন অভিনেত্রী হিসেবে বিটিভির তালিকাভুক্ত শিল্পী বকুল ১৯৯৫ সাল থেকে। একই চ্যানেলে ২০০১ সালে গানে তালিকাভুক্ত হন তিনি। একই সময়ে বাংলাদেশ বেতারেও। বাংলাদেশ টেলিভিশন থেকে তিনি সবশেষ গানের জন্য ডাক পেয়েছিলেন ২০১৫ সালে। তবে কিছু দিন আগে আবারো তিনি গান গাওয়ার জন্য ডাক পান বাংলাদেশ টেলিভিশন থেকে। তবে বেতার থেকে নিয়মিত ডাক পান তিনি। সাধারণত বকুল প্রাচীন লোকগীতিই গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। মর্ডান ফোক গাইতে তার ভালো লাগে না।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা