২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

এই সময়ে সুইটি, দীপা ও মৌ

-

অভিনেত্রী হিসেবে তানভীন সুইটি অভিনেত্রী দীপা খন্দকার ও তাহমিনা সুলতানা মৌয়ের চেয়ে বেশ সিনিয়র। কিন্তু তারপরও সুইটি, দীপা ও মৌয়ের মধ্যে পারিবারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যেকোনো অনুষ্ঠানের আয়োজন হলেই এই তিনজনের দেখা মিলবেই। আর দেখা হলে নিজেদের মতো করে নিজেদের মোবাইলের ক্যামেরায় বন্দী করেন তারা তিনজন। গত শনিবার রাজধানীর উত্তরায় মৌয়ের বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই মৌয়ের নিমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন সুইটি ও দীপা খন্দকার। তারা তিনজনই এই সময়ে কাজ নিয়েও বেশ ব্যস্ত। তানভীন সুইটি এরই মধ্যে শেষ করেছেন ‘মাইক’ নামে সরকারি অনুদানের একটি সিনেমা। এতে তার সাথে রয়েছেন তারিক আনাম খান, ফেরদৌসসহ আরো অনেকে। সুইটি বলেন, ‘শাহীন-বিপুলের যৌথ পরিচালনায় মাইক সিনেমাটি নির্মিত হয়েছে। সত্যি বলতে কি, এখন কিন্তু অনেক ভালো ভালো গল্পের সিনেমা নির্মিত হচ্ছে। আমি কিন্তু কখনোই বলিনি যে, সিনেমাতে অভিনয় করব না। ভালো গল্প ও ভালো চরিত্রে কাজ করার প্রস্তাব এলে অবশ্যই সিনেমাতে অভিনয় করব। মাইক ঠিক তেমনি একটি গল্পের সিনেমা। ১৯৭৫ পরবর্তী সময়কার গল্পের সিনেমা মাইক। আশা করি ভালো লাগবে দর্শকের।’ দীপা খন্দকার এরই মধ্যে শেষ করেছেন ‘রিভেঞ্জ’, ‘মনোলোক’, ‘মোনা’ ও ‘পায়ের ছাপ’ সিনেমার কাজ। দীপা খন্দকার বলেন, ‘সিনেমায় এই মুহূর্তে কাজের ব্যস্তা বেড়েছে। সিনেমার কাজ করতে কষ্ট হয়। তবে সংসার, সন্তানকে সন্তোষজনক সময় দিয়ে কাজ করতে চাই। আর মৌকে ধন্যবাদ আমাদের সুন্দর সময় উপহার দেয়ার জন্য।’ তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘ঈদের পর আসলে অনেক দিন চলে গেছে, প্রিয় অনেকের সাথেই দেখা হয়নি। সেই ভাবনাটা মাথায় রেখে শনিবার রাতে কিছু প্রিয় মানুষের সাথে আড্ডা দেয়ার সুযোগ হলো। অনেকেই আমার আহ্বানে এসেছিলেন। সুইটি আপু, দীপা আপু কখনোই মিস করেন না। আর আমিও আসলে কাজ নিয়ে ব্যস্ত থাকি। যে কারণে সময় করে উঠাটাও যেন কঠিন ছিল। এরই মধ্যে আমি আমার মেয়ে ওয়ানিয়ার সাথে জীবনে প্রথম নাটকে অভিনয় করেছি। এটি বিটিভিতে প্রচারিত হয়েছে। বেশ ভালো সাড়া পেয়েছি।’ মৌ এই মুহূর্তে ব্যস্ত আছেন কায়সার আহমেদের ‘বকুলপুর রিটার্নস’ ও কায়সার আহমেদ আল হাজেন পরিচালিত ‘গোলমাল’ এবং সঞ্জিত সরকার পরিচালিত ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ নাটকে অভিনয় নিয়ে।


আরো সংবাদ



premium cement