দুই ধারাবাহিকে পপি...
- বিনোদন প্রতিবেদক
- ০৬ জুন ২০২২, ০২:৩৭
দীর্ঘদিন ধরেই উপস্থাপনায় ও অভিনয়ে ব্যস্ত রোকসানা আক্তার পপি। করোনাকালীন সময়ে একেবারেই কাজবিহীন সময় কাটিয়েছেন তিনি। তবে এখন আবারো কিছু দিন হলো কাজে ব্যস্ত হয়ে উঠার চেষ্টা করছেন। এরই মধ্যে পপি নতুন দু’টি ধারাবাহিক নাটকের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। ধারাবাহিক নাটক দু’টো হচ্ছে জয় সরকার-মাসুদ রানা রুবেলের ‘টক্করবাজ’ যা প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত সাড়ে ১০টায় একুশে টিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে, আরেকটি হচ্ছে আশরাফ উল ইসলামের পরিচালনায় ‘ক্রাইম পেট্রোল’ যা একটি ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। দু’টি নাটকে অভিনয় প্রসঙ্গে পপি বলেন, ‘করোনার কারণে আসলে প্রত্যেকেরই জীবন থমকে গিয়েছিল। শিল্পীদেরও কাজ বন্ধ ছিল। কিন্তু এখন পরিস্থিতি বেশ কিছু দিন যাবৎই স্বাভাবিক বলে, আবারো সবাই কাজ করছে নিয়মিত। আমিও নিয়মিত অভিনয় করার চেষ্টা করছি। যারা আমাকে কাজে নিচ্ছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। কারণ, এখন যে জোয়ার বইছে, সেই জোয়ারে আসলে শিল্পী হিসেবে টিকে থাকাটাই কঠিন। তারপরও অনেক নির্মাতাই একটু ভিন্ন ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন, যেখানে আমার মতো সাধারণ শিল্পীরা অভিনয় করার সুযোগ পাচ্ছেন। টক্করবাজ কিংবা ক্রাইম পেট্রোল দু’টো নাটকেই অভিনয় করে ভীষণ ভালো লেগেছে।’ এটিএন বাংলায় প্রচার চলতি দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাংচিল’ নাটকেও সম্প্রতি অভিনয় করেছেন তিনি। নাটকটি রচনাও নির্দেশনা দিচ্ছেন মোহন খান। বাংলাদেশ টেলিভিশনের বিশেষ দিবসের বিষয়ভিত্তিক অনুষ্ঠান, ছায়াছন্দসহ আরো নানান ধরনের অনুষ্ঠানের উপস্থাপনা করে বেশ প্রশংসিত হয়েছেন পপি। সম্প্রতি ইউটিউবে প্রকাশিত ‘বাস্টার্ড’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে পপির অভিনয় বেশ প্রশংসিত হয়। ২০১৩ সালে পপি ঢাকা ওয়াসা থেকে শ্রেষ্ঠ মডেল হিসেবে পুরস্কৃত হন। অমিতাভ রেজার নির্দেশনায় একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপনেও মডেল হয়ে বেশ আলোচনায় আসেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা