২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মিসেস ওয়ার্ল্ড অবনী

মিসেস ওয়ার্ল্ড অবনী -

২০১৯ সালে আমেরিকার লাসভেগাসে মিসেস ওয়ার্ল্ড অরগানাইজেশন আয়োজিত ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ‘অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন বাংলাদেশের মেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুনজারিন অবনী। সম্প্রতি তিনি একটি করপোরেশনের পক্ষ থেকে ফ্যাশন আইকন হিসেবে ‘দ্য ফ্যাশন আইকন অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘মিসেস বাংলাদেশ’ প্রতিযোগিতায় মুনজারিন অবনীই ‘মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব লাভ করেন। আর এর পরপরই তিনি ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেন। একজন ফ্যাশন সচেতন মডেল হিসেবে তিনি বেশ জনপ্রিয় আর তাই তো সম্প্রতি তিনি ফ্যাশন আইকন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। নিজের সংসার, সন্তান ঠিকভাবে সামলিয়ে সমাজের মানুষের জন্য বলা যায় অনেকটাই নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন অবনী। অবনী বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত অসহায় শিশু ও বৃদ্ধদের জন্য নিবেদিত হয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ আমি অ্যাম্বাসেডর অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলাম। মূলত এই অ্যাওয়ার্ডে ভূষিত হওয়ার প্রায় তিন বছর আগে থেকেই আমি এ কাজ করছি। এখনো সেই ধারাবাহিকতা-ই বজায় আছে। ফ্যাশন আইকন সম্মাননায় ভূষিত হওয়াটা আমার জন্য অনুপ্রেরণার। তবে আমি সবসময়ের মতো আগামীতেও সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধদের জন্য কাজ করে যেতে চাই। সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি শুনেছি আমাদের উপমহাদেশের বিখ্যাত নায়িকা ববিতা ম্যাডামও শিশুদের জন্য বহু বছর ধরে কাজ করে যাচ্ছেন। তিনি তো আমাদের দেশের গর্ব। তার অবস্থানে থেকে তিনি কাজ করে যাচ্ছেন, এটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার, ভালোলাগার। আমি এত বড় শিল্পী নই। কিন্তু তারপরও আমার আন্তরিকতা আছে, চেষ্টা আছে। আমার বিশ^াস সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধদের জন্য আমি নিয়মিত কাজ করে যেতে পারব। আমাকে যারা সবসময় অনুপ্রেরণা দেন, তারা আমার পাশেই আছেন।


আরো সংবাদ



premium cement