২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কর্ণিয়ার নতুন গান ‘তোমাকে যে চাই’

-

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কর্ণিয়ার নতুন মৌলিক গান ‘তোমাকে যে চাই’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন, সুর-সঙ্গীত করেছেন বাঁধন। গানে তার সহশিল্পী তাজিব এম বাঁধন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। গানটি গত ২ জুন কর্ণিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কর্ণিয়া’য় প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি, এমনটাই জানালেন কর্ণিয়া। কর্ণিয়া বলেন, ‘গানের কথা, সুর সঙ্গীত সব সময়োপযোগী। আমি তো চেষ্টা করি সবসময় একটু ডিফরেন্ট গান গাইতে, তোমাকে যে চাই- ঠিক সেই ধরনেরই একটি গান। গানটি প্রকাশ হয়েছে মাত্র দু’দিন। এখনই আসলে দর্শক সাড়ার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করা কঠিন। তবে এতটুকু বলতে চাই, গানটি একটু একটু করে সবাই পছন্দ করছে। আমার ঘরানাকে গুরুত্ব দিয়েই গানটি করা হয়েছে। আশা করছি দিন যত যাবে গানটির প্রতি শ্রোতা দর্শকের আগ্রহ বাড়বে, ভালোবাসা বাড়বে।’ ২০২০ সালের ২৭ জুলাই কর্ণিয়া মিউজিশিয়ান নাবিল সালাহউদ্দিনকে বিয়ে করেন। করোনার কারণে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারছিলেন না তিনি। গত ২০ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে দেশের অনেক তারকা, সাংবাদিক এবং উভয় পরিবারের আত্মীয়-স্বজন উপস্থিত হয়েছিলেন। কর্ণিয়া জানান, নিয়মিত স্টেজশো নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতার পরপরই তিনি স্টেজশোতেও ফিরেন, আবার টিভিশোতেও ফিরেন। সেই ছোট্টবেলা থেকেই গানে কর্ণিয়ার অনুপ্রেরণা উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লা। যে রুনা লায়লা তার গানের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সেই তিনিই ছিলেন কর্ণিয়ার রিয়েলিটি শোর প্রধান বিচারক।

 


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন চলছে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি ড. ফরহাদের চৌগাছায় অস্ত্র ও গুলিসহ আটক ১ ইসকনের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের সাইফুল হত্যাকাণ্ডে ইসকনের শোক, দায় নেবে না বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় আলগামনচালক নিহত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি, প্রিয়াঙ্কা গান্ধী ‘যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’ ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের মামলার রায় ১৫ জানুয়ারি

সকল