২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘আয় খুকু আয়’ দুই বাংলার সিনেমা : প্রসেনজিৎ

‘আয় খুকু আয়’ দুই বাংলার সিনেমা : প্রসেনজিৎ -

কলকাতার চিরসবুজ নায়ক প্রসনেজিৎ চ্যাটার্জি। কলকাতার সিনেমাকে আজকের অবস্থানে নিয়ে আসার মধ্যে তার শ্রম, মেধা, চেষ্টা এবং সংগ্রাম সবারই জানা। যে কারণে টালিগঞ্জের সবাই সিনেমার আরো প্রসারের ক্ষেত্রে, সিনেমার আরো উন্নয়নের ক্ষেত্রে তার যেকোনো কথাকেই বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করে। এক জীবনে প্রসেনজিৎ দুই বাংলার দর্শককে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। যার মধ্যে বিশেষভাবে তিনি নিজে উল্লেখ করেছেন ঋতুপর্ণ ঘোষের ‘দোসর’, ‘চোখের বালি’, কৌশিক গাঙ্গুলির ‘জাতিস্মর’, গৌতম ঘোষের ‘মনের মানুষ’, অতনু ঘোষের ‘ময়রাক্ষী’, সৃজিৎ মুখার্জির ‘২২ শে শ্রাবণ’সহ আরো বেশ কয়েকটি সিনেমার কথা। প্রসেনজিতের ভাষ্যমতে, শত শত সিনেমার মধ্যে এই সিনেমাগুলো তাকে জাত অভিনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে, অভিনয়ে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় তার সিনেমা জীবনে আরো একটি অন্য ধরনের সিনেমা হিসেবে যুক্ত হচ্ছে সৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’। এরই মধ্যে সিনেমাটি নিয়ে কলকাতায় বেশ হইচই পড়ে গেছে। মাল্টিপ্লেক্সের বাইরেও আরো বিশালাকারে সিনেমাটি মুক্তি দেয়ার প্রস্তুতি চলছে। প্রকাশিত ‘আয় খুকু আয়’ অফিসিয়াল ট্রেইলার ইউটিউবে ট্রেন্ডিংয়ে পাঁচে চলে এসেছে। সিনেমাটি প্রসঙ্গে মুঠোফোনে কলকাতা থেকে প্রসেনজিৎ বলেন, ‘আয় খুকু আয়’ আমার ৩৪৮তম সিনেমা। আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটি সিনেমা এটি। এই সিনেমাতে আমাকে দেখা যাবে নির্মল মণ্ডলের চরিত্রে। মূলত এই সিনেমাটি বাবা আর মেয়ের গল্পের সিনেমা। তবে আমি মনেকরি এই সিনেমার গল্পটা পুরো ভারতবর্ষের। আগামী ১৭ জুন সিনেমাটি কলকাতায় মুক্তি পাবে। প্রসেনজিৎ জানান, বাংলাদেশেও সিনেমাটি মুক্তির প্রক্রিয়া চলছে। সিনেমাটির কাহিনী লিখেছেন পরিচালক নিজেই।


আরো সংবাদ



premium cement
চট্টগ্রামের আইনজীবী হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন সূচকের উত্থানে ডিএসইতে লেনদেন চলছে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি ড. ফরহাদের চৌগাছায় অস্ত্র ও গুলিসহ আটক ১ ইসকনের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের সাইফুল হত্যাকাণ্ডে ইসকনের শোক, দায় নেবে না বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের র‍্যাবের সাবেক ২ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ গাংনীতে সড়ক দুর্ঘটনায় আলগামনচালক নিহত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যা বললেন মমতা ব্যানার্জি, প্রিয়াঙ্কা গান্ধী ‘যুদ্ধবিরতি ইসরাইলের জন্য কৌশলগত পরাজয়’ ডেসটিনির রফিকুল আমীনসহ ১৯ জনের মামলার রায় ১৫ জানুয়ারি

সকল