২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

যে কারণে এক হয়েছিলেন দু’জন

যে কারণে এক হয়েছিলেন দু’জন -

২০১৯ সালের ১১ মে। সেদিন সকালে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের গর্ব কুমার বিশ^জিতের আহ্বানে তার বাসায় উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের বরেণ্য অভিনেতা চঞ্চল চৌধুরী। উপলক্ষ ছিল একসাথে কিছুটা সময় কাটাবেন, গল্প করবেন আর গোলাম সাব্বিরের ক্যামেরার ফ্রেমে ছবি তুলবেন। কারণ, তাদের জন্মদিন, একই দিনে। অর্থাৎ তাদের জন্মদিন ১ জুন। ১ জুন আসার আগেই তারা দু’জন একসাথে ক্যামেরার ফ্রেমে ছবি তুলেছিলেন। বেশ কিছুটা সময় আড্ডা দেয়ার পর চঞ্চল চৌধুরী যথারীতি চলে যান শুটিংয়ে। কুমার বিশ^জিৎ বলেন, ‘চঞ্চলের অভিনয় আমি দেখেছি। মনপুরায় তো চঞ্চল দুর্দান্ত ছিল। পরে আয়নাবাজিতেও চঞ্চল বাজিমাত করেছিল। এরই মধ্যে তার অভিনীত পাপ-পুণ্য মুক্তি পেয়েছে। শুনেছি এই সিনেমাতেও খুব ভালো অভিনয় করেছে। সময় করে হলে গিয়ে সিনেমাটি দেখার আগ্রহ আছে। তবে চঞ্চলকে আমি ভীষণ পছন্দ করি। দারুণ অমায়িক একজন মানুষ। তার আচার ব্যবহারে সবসময়ই আমি মুগ্ধ হই। তার জন্য অগ্রীম জন্মদিনের শুভ কামনা রইল।’ চঞ্চল চৌধুরী বলেন, ‘সেই ছোটবেলা থেকেই বিশ^ দাদার গান শুনে আসছি। এখনো তার গান শোনা হয় অবসরে, কিংবা কাজের ফাঁকে ফাঁকে। আমি তার গানের ভক্ত। তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন- এটা সতিই ভীষণ ভালোলাগার। তার সাথে কাটানো মুহূর্ত আমার কাছে মূল্যবান। দোয়া করি দাদা সবসময ভালো থাকুন, সুস্থ থাকুন।’


আরো সংবাদ



premium cement