উপস্থাপনায় দিঠির সম্মাননা
- বিনোদন প্রতিবেদক
- ৩০ মে ২০২২, ০২:৩৯
উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, পরিচালক, প্রযোজক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা দিঠি আনোয়ার প্রথমবারের উপস্থাপিকা হিসেবে সম্মাননায় ভূষিত হলেন। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে স্টার প্লাস কমিউনিকেশন আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে দিঠি আনোয়ারের হাতে সম্মাননা তুলে দেন তারই বাবা গাজী মাজহারুল আনোয়ার। এর আগে দিঠি একজন সঙ্গীতশিল্পী হিসেবে দেশের প্রথিতযশা বিভিন্ন সংগঠন কর্তৃক সম্মাননায় ভূষিত হয়েছেন। কিন্তু এবারই প্রথম তিনি একজন উপস্থাপিকা হিসেবে সম্মাননায় ভূষিত হলেন। বিষয়টি নিয়ে ভীষণ আবেগাপ্লুত এবং উচ্ছ্বসিত দিঠি আনোয়ার। দিঠি আনোয়ার বলেন, ‘বাবার মেয়ে হিসেবে আমি ছোটবেলা থেকেই গানের সাথে নিজেকে সম্পৃক্ত করেছি, গায়িকা হয়েছি। কিন্তু আমার মা একসময় এই দেশের একজন জনপ্রিয় উপস্থাপিকা ছিলেন। বিটিভির শুভেচ্ছা, আমন্ত্রণ, বৈঠকÑ এসব অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করতেন। কিন্তু আমি এবং আমার ভাই উপলকে মানুষের মতো মানুষ করার জন্য তিনি উপস্থাপক হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় উপস্থাপনা ছেড়ে দেন। মায়ের প্রতি শ্রদ্ধা-ভালোবাসা জানাতেই মায়ের ছেড়ে দেয়া কাজটি আমি নিজের ভেতর লালন করে একসময় উপস্থাপনা শুরু করি। আর আজ সেই উপস্থাপনার জন্য স্বীকৃতি পেয়ে ভীষণ ভালো লাগছে। তাই মাকেই এই সম্মাননা উৎসর্গ করছি। অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লøাহর কাছে, অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি। আর আমাদের প্রিয় দিনাত জাহান মুন্নী ভাবীর কাছে। কারণ তারই অনুপ্রেরণায় কবির বকুল ভাইয়ের সহযোগিতায় আমি প্রথম মাছরাঙ্গা টিভিতে ইচ্ছে গানের দুপুর অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করি। সেই শুরুটা না হলে আজ এত কিছু হতো না।’ দিঠি জানান, ইচ্ছে গানের দুপুর’ তিনি টানা পাঁচ বছর উপস্থাপনা করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা