২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুহিন হোসেনের ‘টোনাটুনি রিসোর্ট’-এ প্রশংসিত জোভান-তানজিন তিশা

তুহিন হোসেনের ‘টোনাটুনি রিসোর্ট’-এ প্রশংসিত জোভান-তানজিন তিশা -

গেলো ঈদে অনেক নাটকই দর্শকপ্রিয়তা পেয়ে আলোচনায় ছিল। তার মধ্যে অন্যতম একটি নাটক হলো মেধাবী নাট্যকার ও নাট্যনির্মাতা তুহিন হোসেন পরিচালিত জোভান ও তানজিন তিশা অভিনীত ‘টোনাটুনি রিসোর্ট’। নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। একজন মেধাবী নাট্যকার ও নির্মাতা হিসেবে তুহিন হোসেনের নাটকের বেশ জনপ্রিয়তা রয়েছে। তুহিন হোসেনের নাটকের একটা আলাদা ধরন তৈরি হয়েছে। যে কারণে তার নির্মিত নাটকগুলোতে কোনো না কোনো বার্তা থাকে। তুহিন হোসেনের ভাষ্যমতে জোভান ও তিশা অভিনীত ‘টোনাটুনি রিসোর্ট’-এও ঠিক তেমনি বার্তা আছে। আর তা জানতে হলে নাটকটি দর্শকের উপভোগ করতে হবে। গেলো ঈদে নাটকটি এনটিভিতে প্রচারিত হয়েছিল। আর এরপর নাটকটি গেলো ১৬ মে ‘এনটিভি নাটক’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ইউটিউবে প্রকাশ হওয়ার পরপরই নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পেতে শুরু করেছে। এনটিভিতে ঈদের সময় যারা এ নাটকটি দেখতে মিস করেছেন তারা আগ্রহ নিয়ে নাটকটি উপভোগ করছেন। দর্শক নাটকটি উপভোগ করার পর নাটকটি নিয়ে বেশ ভালো ভালো অভিমত প্রকাশ করছেন। অনেকেই জোভান ও তানজিন তিশা জুটিকে সময়ের জনপ্রিয় জুটি হিসেবেও আখ্যা দিচ্ছেন। তাদের অভিনয়েরও দারুণ প্রশংসা করছেন দর্শক। তানজিন তিশা ও জোভানও এই নাটকের জন্য বেশ সাড়া পাচ্ছেন। নির্মাতা তুহিন হিসেব ভিউয়ে বিশ^াসী নন। তবে দর্শকের মন্তব্য নিয়ে তিনি গভীরভাবে চিন্তা করেন। সেগুলো নিয়ে গবেষণাও করেন। আর এরপর এসব ভাবনা থেকে প্রস্তুতি নেন আগামী গল্প নির্বাচনের এবং নির্মাণের। ‘টোনাটুনি রিসোর্ট’ নাটকটি প্রসঙ্গে তুহিন হোসেন বলেন, ‘টোনাটুনি রিসোর্ট নাটকটির জন্য ঈদ থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। এর পাশাপাশি আমার নির্মিত হোয়াট ইজ লাভ নাম সাত পর্বের ধারাবাহিক নাটকটির জন্যও বেশ ভালো সাড়া পাচ্ছি। জোভান এবং তানজিন তিশা জুটি হিসেবে এখন বেশ জনপ্রিয়, তাদের অভিনয়ের রসায়নও এখন দারুণ। যে কারণে এই নাটকটির প্রচারের পর ইউটিউবে প্রকাশের জন্যও দর্শক অপেক্ষা করছিলেন। সবমিলিয়ে নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। নাট্যকারের প্রতি আন্তরিক ভালোবাসা চমৎকার একটি গল্প রচনার জন্য। ধন্যবাদ জোভান ও তানজিন তিশা’কে ভীষণ আন্তরিকতা নিয়ে অভিনয় করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য। আগামীতে তাদের নিয়ে আরো ভালো ভালো গল্পে কাজ করতে চাই। দর্শককে নাটকের মাধ্যমে বার্তা পৌঁছে দেয়ার পাশাপাশি বিনোদিতও করতে চাই।’


আরো সংবাদ



premium cement
গাজীপুরে কোরআন অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার অযাচিত অস্থিরতা নয়, দায়িত্বশীল হোন সুখী : দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উদ্বোধন বেসরকারি স্কুল-কলেজে সাত পদে এনটিএসসির অধীনে নিয়োগ এই মুহূর্তে হঠকারিতা দিকে যাওয়া জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে : মির্জা ফখরুল পাইকগাছার নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার সেনা অভ্যুত্থান, সেনা শাসন ও আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে : গোলাম পরওয়ার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও এডুকেশন মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক হিন্দু পল্লীতে আগুন : মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নাইক্ষ্যংছড়িতে আ’লীগের দুই নেতা কারাগারে

সকল