২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘ক্রিমসন কাপ’-এ নূসরাত ফারিয়ার মুগ্ধতা

‘ক্রিমসন কাপ’-এ নূসরাত ফারিয়ার মুগ্ধতা -

বিশ্ববিখ্যাত আমেরিকান চেইনশপ ‘ক্রিমসন কাপ’-এর বিভিন্ন শাখা রয়েছে রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, বসুন্ধরা আবাসিক এলাকা এবং সর্বশেষ গত ঈদে রাজধানীর খিলগাঁওয়ে ক্রিমসন কাপের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এটি বাংলাদেশে পরিচালনা করছেন উপল। এই প্রজন্মের জনপ্রিয় নায়িকা নূসরাত ফারিয়া দ্বিতীয়ভারের মতো ক্রিমসন কাপের নতুন শাখার উদ্বোধন করেন। মূলত উপলের আহ্বানেই তিনি ক্রিমসন কাপের নতুন শাখার উদ্বোধনে অংশগ্রহণ করেন। নূসরাত ফারিয়ার প্রিয় কফিশপ ক্রিমসন কাপ। সেখানকার ক্রিমসন কাপ মকা, হেজেলনাট লাতে, যত ধরনের পেস্ট্রি আছে, স্যান্ডইউইচ নূসরাত ফারিয়ার ভীষণ প্রিয়। তাই তার পরিবারের সাথে কিংবা বন্ধু বান্ধবদের সাথে কিংবা তার জরুরি কোনো মিটিংয়ের কাজ তিনি ক্রিমসন কাপেই করে থাকেন। নিজের প্রিয় কফিশপের নতুন শাখার উদ্বোধনে উপলের আহ্বানে তাই বেশ ভালোলাগা নিয়েই অংশগ্রহণ করেছেন নূসরাত ফারিয়া। নূসরাত ফারিয়া বলেন, ‘ঈদের আগেই ক্রিমসন কাপের নতুন শাখার উদ্বোধনীতে অংশ নিয়েছিলাম। যে কারণে আমার কাছে এবারের ঈদটা যেন একটু বেশিই ভালো ছিল। কারণ আমার কাছে মনে হয়েছে ক্রিমসন কাপের পরিবারের সাথে যুক্ত হতে পেরে আমার নিজেরই ভালো লেগেছে। আমার সৌভাগ্য যে, আমি বারবার ক্রিমসন কাপের এমন উদ্বোধনীতে আসতে পারি, আমাকে নিমন্ত্রণ জানানো হয়। বিশেষ ধন্যবাদ প্রিয় উপল ভাইকে। আমি যখনই সময় পাই পরিবার, বন্ধু-বান্ধবদের নিয়ে ক্রিমসন কাপে চলে আসি। আবার কোনো মিটিং থাকলে আমি এখানেই আসতে স্বাচ্ছন্দ্যবোধ করি। বলা যায় ক্রিমসন কাপ যেন আমার নিজের সবচেয়ে পছন্দেরই একটি জায়গা, যেখানে আসলে ভীষণ আপন মনে হয় পরিবেশটাকে।’


আরো সংবাদ



premium cement
সমন্বয়কদের ওপর হামলা হালকাভাবে দেখছে না সরকার কমছে ৪৭তম বিসিএসের আবেদন ফি গাজীপুরে কোরআন অবমাননার অভিযোগে কলেজছাত্র গ্রেফতার অযাচিত অস্থিরতা নয়, দায়িত্বশীল হোন সুখী : দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের উদ্বোধন বেসরকারি স্কুল-কলেজে সাত পদে এনটিএসসির অধীনে নিয়োগ এই মুহূর্তে হঠকারিতা দিকে যাওয়া জাতির জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে : মির্জা ফখরুল পাইকগাছার নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার সেনা অভ্যুত্থান, সেনা শাসন ও আওয়ামী লীগ ফ্যাসিবাদের দোসরদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হতে হবে : গোলাম পরওয়ার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও এডুকেশন মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক

সকল