২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘গরবিনী মা’ সম্মাননা পেলেন তারা

-

নবমবারের মতো অনুষ্ঠিত হলো ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী’র (ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক) উদ্যোগে ‘গরবিনী মা’ সম্মাননা ২০২২। রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন একটি মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্তী ড. হাছান মাহমুদ, এমপি’র কাছ থেকে দশটি সেক্টরের সফল সন্তানদের মায়েদের হাতে এই সম্মাননা তুলে দেয়া হয়। এরমধ্যে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গন থেকে সফল তিন তারকা অভিনেতা পরিচালক মীর সাব্বিরের মা, জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের মা ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী অর্ণবের মা’কে ‘গরবিনী মা’ সম্মাননা ২০২২-এ ভূষিত করা হয়। মীর সাব্বির বলেন,‘ ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী দাদার প্রতি কৃতজ্ঞ আমার কর্মকে বিবেচনা করে আমার আম্মাকে এমন সম্মাননায় ভূষিত করায়। আজকের এই দিনটি আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন। কারণ আমার কারণে আমার মাকে সম্মাননায় ভূষিত করা হলো। আমি সত্যিই আজ সন্তান হিসেবে গর্বিত। আমার আম্মা সারাটি জীবন আমাদের জন্য কষ্ট করে গেছেন। সন্তানদের মানুষের মতো মানুষ করেছেন। আমাদের জন্য কখনো কখনো বাবার বকুনিও খেয়েছেন। সেই মা যখন এমন সম্মাননায় ভূষিত হলো তখনব সত্যিই তা নিজেকে অনেক গর্বিত করে তুললো। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন।’ অপর্ণা ঘোষ বলেন,‘ শুরুতেই ঈশ^রের কাছে কৃতজ্ঞ যে তিনি আমাকে এমন বাবা মায়ের সন্তান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। কৃতজ্ঞতা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী দাদারন কাছে। তারসঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয় ছিলো। কিন্তু এভাবে কখনো মূল্যায়িত হবো, ভাবিনি। আমার কারণে আমার মাকে যে সম্মাননায় ভূষিত করা হলো তা আমার জন্য সত্যিই অনেক আনন্দের, ভালোলাগার। বরা যেতে পারে এটা আমার জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি। মা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সঙ্গে থাকুন সারাটা জীবন এটাই চাই।’ ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী বলেন,‘ ধন্যবাদ মীর সাব্বির, অপর্ণা ও অর্ণবকে বিশেষভাবে মাদেরকে সঙ্গে নিয়ে সময় দেবার জন্য।’ অর্ণব বলেন,‘ আমার আম্মা সুরাইয়া চৌধুরীকে গরবিনী মা সম্মাননায় ভূষিত করায় অনুষ্ঠানের আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।’
উল্লেখ্য ‘গরবিনী মা’ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হসপিটালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্ত্তী।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীর আ’লীগ নেতা চট্টগ্রাম থেকে গ্রেফতার জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান ৪ মাসে ১৪৪ কোটি ডলার বিদেশী ঋণ পরিশোধ কুলাউড়া সীমান্তে বিজিবির হাতে ৮ বাংলাদেশী আটক ‘ইসকন ভারতের দালাল ও পতিত আওয়ামী লীগের দোসর’ বাপুসের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিলেন রেজাউল করিম বাদশাহ সংস্কারের কাজ দৃশ্যমান হলেই নির্বাচন হবে : মাহফুজ আলম সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের : ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো দল বা গোষ্ঠির নয়’ রোহিঙ্গারা এনআইডি নেয়ার অপচেষ্টা চালালে ইসিকে জানানোর আহ্বান আলিফের পরিবারকে এক কোটি টাকা দেবে শামসুল হক ফাউন্ডেশন

সকল