২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বর্ণাঢ্য রূপেই ফিরেছেন শখ

বর্ণাঢ্য রূপেই ফিরেছেন শখ -

নাট্যাঙ্গনের প্রিয় মুখ আনিকা কবির শখ সংসার জীবন এবং সন্তানের মা হওয়ার পর বলা যায় দুই বছরেরও বেশি সময় বিরতির পর অভিনয়ে ফিরেছেন। তবে তার অভিনয়ে ফেরাটা এতটা বর্ণাঢ্য হবে এটা ভাবনাতেও ছিল না তার। কারণ মাত্র একটি নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ঈদ উপলক্ষে অভিনয়ে ফিরেছিলেন তিনি। কিন্তু প্রযোজক পরিচালকের আগ্রহে তিনি দেখতে দেখতে তিনটি নাটকে অভিনয় করে ফেলেছেন। আবার তিনটি নাচের অনুষ্ঠানে অংশ নিয়েছেন, যা তিনটি ভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। আবার একটি ম্যাগাজিন অনুষ্ঠানেও অংশ নিয়েছেন। সব মিলিয়ে বিরতির পর শখের ফেরাটা বেশ ভালোভাবেই হলো। তার ভক্ত দর্শকরা ঈদজুড়ে তাকে দেখতে পাবেন। ঈদে চ্যানেল নাইনে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে শখকে দেখা গেছে একাই তিনটি নাচ পারফর্ম করতে। আবার এটিএন বাংলা ও বিটিভিতেও তিনি পারফর্ম করেছেন। এদিকে এবারের ঈদে তিনটি নাটকে দেখা গেছে শখকে। নাটকগুলো হচ্ছে জাকিউল ইসলাম রিপনের ‘ফাটাফাটি প্রেম’ (বিপরীতে জাহের আলভী)। মূলত এই নাটকে অভিনয়ের মধ্য দিয়েই বিরতির পর শখের অভিনয়ে ফেরা। এ ছাড়াও বিশ^জিৎ দত্তের পরিচালনায় ‘বাঘ ও বাঘিনী’ এবং প্রীত দত্তের পরিচালনায় ‘দাতা হাতেম তাই’ নাটকে অভিনয় করেছেন। এই দু’টি নাটকে তার বিপরীতে আছেন শামীম হাসান সরকার। আবার আগামী ঈদে এটিএন বাংলায় প্রচারের জন্য আনজাম মাসুদের গ্রন্থনা, পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘আমি কথা বলতে চাই’ অনুষ্ঠানে দেখা যাবে শখকে। অভিনয়ে ফেরা এবং ঈদ প্রসঙ্গে শখ বলেন, ‘অনেকটা পরিকল্পনা ছাড়াই আসলে এবারের ঈদের নাটকে কাজ করা। ভীষণ ভালো লাগল যে, ভালো ভালো গল্পের তিনটি নাটকে অভিনয় করেছি। আবার যেহেতু আমি একজন নৃত্যশিল্পী, তিনটি নাচের অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছি। আবার নাটকের শিল্পীদের সাথে একটি ম্যাগাজিন অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছি।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীর আ’লীগ নেতা চট্টগ্রাম থেকে গ্রেফতার জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান ৪ মাসে ১৪৪ কোটি ডলার বিদেশী ঋণ পরিশোধ কুলাউড়া সীমান্তে বিজিবির হাতে ৮ বাংলাদেশী আটক ‘ইসকন ভারতের দালাল ও পতিত আওয়ামী লীগের দোসর’ বাপুসের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিলেন রেজাউল করিম বাদশাহ সংস্কারের কাজ দৃশ্যমান হলেই নির্বাচন হবে : মাহফুজ আলম সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের : ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো দল বা গোষ্ঠির নয়’ রোহিঙ্গারা এনআইডি নেয়ার অপচেষ্টা চালালে ইসিকে জানানোর আহ্বান আলিফের পরিবারকে এক কোটি টাকা দেবে শামসুল হক ফাউন্ডেশন

সকল