২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ভাসাভী’র বর্ষপূর্তিতে তারারমেলা

ভাসাভী’র বর্ষপূর্তিতে তারারমেলা -

রাজধানীর স্বনামখ্যাত ফ্যাশন হাউজ ভাসাভি’র ১৬ বছর পূর্তি উৎসবে জমে ছিল তারারমেলা। এমনিতেই ভাসাবী’র গ্রাহকদের একটা বড় অংশ দেশের সেলিব্রেটিরা। তাই ফুল হাতে শুভেচ্ছা আর অভিনন্দন জানাতে সম্প্রতি ইফতারের পর একে একে ভাসাভী’র গুলশান-১ শোরুমে আসতে থাকেন মিডিয়া সংশ্লিষ্টসহ রাজীনিতিক এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ। কেক কেটে ১৬তম বর্ষপূর্তির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ইলিয়াস কাঞ্চন, নিপুন আখতার,শুভ্রদেব, আঁখি আলমগীর, ইমন, নীরব, সাইমন, কেয়া, ধ্রুবগুহ, ফারহানা নিশো, নদী, আরো অনেকেই। পুরোদস্তুর ব্যবসায়ী হলেও ভাসাভী’র ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা নিজেও একজন সংস্কৃতিমনা মানুষ। দেশে ইভেন্ট ম্যানেজমেন্টের একজন জনক তিনি। ২০০০ সালে ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশে প্রথমবার সালমান খান, রাবিনা ট্যান্ডন, আমিশা প্যাটেল, আরবাজ খান, মমতা কুলকার্নিসহ এক ঝাঁক মুম্বাইস্টার এবং বাংলাদেশী ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে সে সময় মিডিয়ায় তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। পরে বিভিন্ন সময়ে বাংলাদেশী শিল্পী-কুশলীদের নিয়ে বিদেশেও অনেক ইভেন্ট আয়োজন করেন। ফলে মিডিয়া সংশ্লিষ্টদের কাছে তার গ্রহণযোগ্যতা একেবারেই আলদা। রাজধানীর ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, বনানী ক্লাব, উত্তরা ক্লাবে আয়োজিত ভাসাভী’র নিয়মিত ফ্যাশন শোগুলোতে সব সময়ই জমে তারাদের মেলা। ভাসাভী’র ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা বলেন, ভাসাভী সব সময় তার গ্রাহকদের কথা বিবেচনা করে পোশাকের সমারোহ করে আসছে। ফলে সাফল্যের সাথেই এগিয়েছে সবসময়। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। একইসাথে তিনি ঘোষণা দেন তার আগামী ইভেন্টের। ঈদের পর ২৬ মে বৃহস্পতিবার গুলশানের ওয়েস্টিন হোটেল গ্রান্ড বলরুমে ভাসাভী আয়োজন করতে যাচ্ছে জাঁকজমক গালা ফ্যাশন শো। যেখানে বাংলাদেশ এবং মুম্বাইয়ের সেলিব্রেটিরা অংশ নেবেন।

 


আরো সংবাদ



premium cement