হারিয়ে যাওয়া গান নতুন করে গাইলেন রুমানা
- আলমগীর কবির
- ২৮ এপ্রিল ২০২২, ০০:০০
জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুমানা ইসলাম আট বছরেরও বেশি সময় আগে একটি গান গেয়েছিলেন। ‘ ছোট এই বুকে’ শিরোনামের গানটি লিখেছিলেন ও সুর করেছিলেন ফুয়াদ আল মুক্তাদির। সেই হারিয়ে যাওয়া গানটিই অবশেষে খুঁজে পাওয়ার পর গানটির নতুন করে সঙ্গীতায়োজন করেছেন জে কে মজলিস এবং গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। কিছুদিন আগেই গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়। অবশেষে গতকাল গানটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেলো। গানটি প্রসঙ্গে রুমানা ইসলাম বলেন, ‘বেশ কয়েক বছর ধরে বহুল প্রতীক্ষিত একটি গান ছোট্ট এই বুকে। আমি গানটি হারিয়ে ফেলেছিলাম । উদ্ধার করলাম জে কে মজলিসেরএর সহযোগিতায়। অপূর্ব এক কম্পোজিশন এর জন্য ওর জন্য অফুরন্ত ভালোবাসা। ইয়ামিন এলান এবং ওর পুরো টিমকে ধন্যবাদ আমার স্বপ্নকে বাস্তবায়ন করবার জন্য। আমার বন্ধুদের জন্য এই গান আমার অন্তরের ভালোবাসা।’ রুমানা ইসলামের কণ্ঠে তার আগে সর্বশেষ প্রকাশিত ৯ গান ছিল জামাল হোসেনের লেখা ‘একটা মন’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছে মুহিন খান। এদিকে যে গানটি প্রকাশের জন্য রুমানা ইসলাম একটু সময় নিচ্ছেন সে গানটি হলো ‘যেদিন চলে যেতে চেয়েছিল তুমি’ গানটি। গানটি লিখেছেন ও সুর করেছেন সাংবাদিক অভি মঈনুদ্দীন। গানটির সঙ্গীত পরিচালনায় আছেন ইউসুফ আহমেদ খান ও সঙ্গীতায়োজনে আছে সাউ-হ্যাকার। এই গানটিরও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। গানটি নিয়ে ভীষণ আশাবাদী রুমানা ইসলাম। রুমানা ্ইসলাম বলেন,‘ আমার কণ্ঠের কথা ভেবে আমাকে নিয়ে কেউ গান লিখেছেন এমন গীতিকারের সংখ্যা খুবই কম। যেদিন চলে যেতে চেয়েছিল তুমি-গানটি আমাকে ভেবেই লেখা এবং সুর করা। সবমিলিয়ে এই গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আর নতুন যে গানটি প্রকাশ পেল এই গানটিও শোনার অনুরোধ রইল।’ উল্লেখ্য, সম্প্রতি শেষ হওয়া মাছরাঙা টিভিতে একটি রিয়েলিটি শো’র প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন রুমানা ইসলাম। ঈদে দেশ টিভিতে সরাসরি সঙ্গীত পরিবেশন করবেন রুমানা ইসলাম ঈদের পঞ্চম দিন ‘প্রিয়জনের গান’ অনুষ্ঠানে বিকেল তিনটায়। এতে তার সাথে গান গাইবেন ইউসুফ আহমেদ খান।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা