২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘মিম্মি’তে শাহেদ, মেহজাবীন, ইয়াশ

‘মিম্মি’তে শাহেদ, মেহজাবীন, ইয়াশ -

আগামী ঈদের জন্য অন্যরকম এক পারিবারিক গল্প নিয়ে গুণী নাটক ও চলচ্চিত্র পরিচালক শিহাব শাহীন নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘মিম্মি’। নাটকটি রচনা করেছেন জাহান সুলতানা। এরই মধ্যে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। গেল ১৯ এপ্রিল ছিল এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর জন্মদিন। জন্মদিনের আগেই শিহাব শাহীনের পরিচালনায় এই নাটকের কাজ শেষ করেছেন মেহজাবীন। এতে তার বিপরীতে আছেন শাহেদ শরীফ খান। সাথে আরো আছেন ইয়াশ রোহান। প্রায় ৯ বছর আগে মেহজাবীন শাহেদের সাথে একটি নাটকে অভিনয় করেছিলেন। দীর্ঘ ৯ বছর পর তিনি আবারো শাহেদের বিপরীতে অভিনয় করলেন। আর ইয়াশের সাথে প্রথম মেহজাবীন ‘সাবরিনা’তে একসাথে অভিনয় করেছেন। তারসাথেও এটি মেহজাবীন চৌধুরীর দ্বিতীয় কাজ। ভিন্ন ধরনের পারিবারিক গল্পের এই নাটকে অভিনয় প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন,‘ মিম্মি কাজটি খুউব ভালো হয়েছে। আমার বিভিন্ন ধরনের গল্পে কাজ করতে ভালোলাগে। এই নাটকটি পুরোপুরি পারিবারিক গল্পের। যে বার্তাটি দেয়ার জন্য মূলত এই নাটকে অভিনয় করা তারসাথে দর্শক কানেক্টেড হতে পারবেন বলে আমার বিশ^াস। আমরা বিগত দিনে দেখে আসছি যে দ্বিতীয় বউ মানেই খারাপ (কিছু কিছু ক্ষেত্রে)। কিংবা একটুু বয়স্ক কাউকে বিয়ে করাটা নেগেটিভ’ভাবে দেখা হয়। পৃথিবীতে যে অনেক ধরনের ভালোবাসা আছে, ছোট বড়তেও যে ভিন্ন ধরনের ভালোবাসার সৃষ্টি হতে পারে, মানুষের জীবনে দ্বিতীয়বারও ভালোবাসা আসতে পারে-এই গল্পটাই যেন তার প্রমাণ। যে কারণে নাটকটিতে অভিনয় করেছি। শাহেদ ভাইয়ের সাথে দীর্ঘদিন পর কাজ করেছি। ভালো লেগেছে। আর ইয়াশের সাথে সাবরিনার পর আবার কাজ করা হলো। আশা করি নাটকটি দর্শকের ভালো লাগবে।’ ঈদে চ্যানেল আইতে প্রচার হবে মেহজাবীন অভিনীত ভিকি জাহেদ পরিচালিত ‘চম্পা হাউজ’ নাটকটি। এতে তার বিপরীতে আছেন আফরান নিশো। প্রবীর রায় চৌধুরী পরিচালিত জোভানের সাথে দর্শক দেখতে পাবেন ‘লাভ ভিএস ক্র্যাশ-সিজন টু’ নাটকে। ভিকি জাহেদ’র পরিচালনায় আরটিভিতে দেখা যাবে ‘ঘুন’, বিপরীতে আছেন খায়রুল বাসার। এ ছাড়া আরো বেশ কিছু নাটক এবারের ঈদে প্রচার হবে মেহজাবীন অভিনীত। এদিকে শাহেদ শরীফ খান শেষ করেছেন অরুণা বিশ^াস পরিচালিত ‘অসম্ভব’ ও সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘বীরাঙ্গনা ৭১’ সিনেমার কাজ। অসম্ভব’ সিনেমায় শাহেদের বিপরীতে আছেন স্বাগতা, বীরাঙ্গনা ৭১’-এ তার বিপরীতে আছেন শিরীন শিলা।

 


আরো সংবাদ



premium cement
নোয়াখালীর আ’লীগ নেতা চট্টগ্রাম থেকে গ্রেফতার জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান ৪ মাসে ১৪৪ কোটি ডলার বিদেশী ঋণ পরিশোধ কুলাউড়া সীমান্তে বিজিবির হাতে ৮ বাংলাদেশী আটক ‘ইসকন ভারতের দালাল ও পতিত আওয়ামী লীগের দোসর’ বাপুসের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নিলেন রেজাউল করিম বাদশাহ সংস্কারের কাজ দৃশ্যমান হলেই নির্বাচন হবে : মাহফুজ আলম সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের : ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কোনো দল বা গোষ্ঠির নয়’ রোহিঙ্গারা এনআইডি নেয়ার অপচেষ্টা চালালে ইসিকে জানানোর আহ্বান আলিফের পরিবারকে এক কোটি টাকা দেবে শামসুল হক ফাউন্ডেশন

সকল