২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দামপাড়ায় মমতাজের গান : ভাবনার সৌভাগ্য

দামপাড়ায় মমতাজের গান : ভাবনার সৌভাগ্য -

এই প্রজন্মের ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে খ্যাত ভাবনা। অনিমেষ আইচের পরিচালনায় ভাবনার প্রথম সিনেমায় গান গেয়েছিলেন বাউল সম্র্রাজ্ঞী, সংসদ সদস্য মমতাজ বেগম। নিজের প্রথম সিনেমায় মমতাজের কণ্ঠের একটি গান থাকাকে নিজের জন্য সৌভাগ্যেরই মনে করেছিলেন ভাবনা। গানটি ছিল ‘ফিরবো না আর ঘরে’। গানটি লিখেছিলেন আসিফ ইকবাল এবং সুর সঙ্গীত করেছিলেন প্রিন্স মাহমুদ। গানটি মমতাজের যেমন প্রিয় একটি গান, তার চেয়েও যেন অধিক প্রিয় ভাবনার। প্রায়ই গানটি শুনে থাকেন ভাবনা। নিজের অভিনীত প্রথম সিনেমারও গান বলে কথা। তাই এই গানের প্রতি ভাবনার মায়াটাই যেন অন্যরকম। ভাবনা তার অভিনীত দ্বিতীয় সিনেমা নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় মমতাজের কোনো গান পাননি। তবে তৃতীয় সিনেমা শুদ্ধমান চৈতন পরিচালিত ‘দামপাড়া’ সিনেমায় আরেকটি গান পেলেন। এই সিনেমার গল্প এগিয়ে যায় মুক্তিযুদ্ধ চলাকালীন এসপি শামসুল ইসলামের হত্যাকাণ্ডকে ঘিরে। তার স্ত্রী ছিলেন মাহমুদা হক। মাহমুদা হকের পয়েন্ট অব ভিউ থেকে এই সিনেমায় একটি গানের দৃশ্যায়ন রাখা হয়েছে। মাহমুদা হকের চরিত্রে অভিনয় করেছেন ভাবনা, যিনি একজন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। গত রোববার রাতে রাজধানীর নিকেতনে মমতাজ গানটির রেকর্ডিংয়ে অংশ নেন। গানের শিরোনাম হচ্ছে ‘নাই কোথাও তুমি নাই’। গানটি লিখেছেন আনন জামান এবং সুর সঙ্গীত করেছেন ইমন চৌধুরী। গানটির রেকর্ডিংয়ের সময় শুটিং শেষ করে স্টুডিওতে গিয়েছিলেন ভাবনা। সেখানে গিয়ে গানটির রেকর্ডিংয়ে বেশ কিছুটা সময় ছিলেন ভাবনা। ভাবনা বলেন, ‘সত্যি বলতে কী গানটির কথাই হচ্ছে মাহমুদা হকের চরিত্রেরই কথা। মুক্তিযুদ্ধের সময় স্বামী মারা যাওয়ায় তার বুকের ভেতর যে হাহাকার, তাই ফুটে উঠেছে গানটিতে। আর মমতাজ আপা গেয়েছেনও অসাধারণ। তিনি নিঃসন্দেহে একজন ভীষণ গুণী শিল্পী, এটা নিয়ে আসলে আমার বলার কিছুই নেই। সারা বাংলাদেশের মানুষ জানে। আর আমি এ কারণেই রেকর্ডিংয়ে গিয়েছিলাম যেন গানটি নিজে গভীরভাবে উপলব্ধি করতে পারি শুটিংয়ের আগে। আর আরেকটি কথা না বললেই নয়, তা হলো- আমার অভিনীত সিনেমায় মমতাজ আপার গান থাকা মানেই আমি সৌভাগ্য মনে করি। তার গান আমার জন্য আশীর্বাদ।’ ভাবনা জানান, শিগগিরই এই গানের দৃশ্যায়নে অংশ নেবেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে এসপি শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস।
ছবি : ভাবনার সৌজন্যে

 


আরো সংবাদ



premium cement