২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৈশাখীর বর্ণালী ঈদ আয়োজন

-

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত অনুষ্ঠানমালা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে বৈশাখী টেলিভিশন কর্তৃপক্ষ। ২৩ এপ্রিল অনুষ্ঠিত ওই মতবিনিময় অনুষ্ঠানে টেলিভিশনটির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেয়া। আর বিনোদনপ্রিয় মানুষদের কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। তবে এবারের ব্যতিক্রমী আয়োজনে সবশ্রেণীর দর্শক যে বিনোদিত হবে এতে কোনো সন্দেহ নেই। এবার বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে থাকছে ১৮টি নাটক, সাতটি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন। বিশেষ সঙ্গীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের সাতদিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ‘বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন দেবলিনা সুর, খুরশিদ আলম, দিনাত জাহান মুন্নী, অনুপমা মুক্তি, চম্পা বনিক, মৌটুসী ও ঝিলিক। ঈদের সাতদিন বেলা ১১টায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী সালমা ও তার দল, কর্ণিয়া ও মুহিন, বিন্দুকণা, অন্যা আচার্য্য ও সাদিয়া লিজা, সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাস, অংকন ও আশিক, রাজিব ও হৈমন্তী রক্ষিত। উপস্থাপনা তাসনুভা মোহনা, আফরিন অথৈ, অনন্যা প্রীতি, সানজিদা তন্বী, আইনুন পুতুল, ফারজানা তিথি ও ইশরাত জাহান জুঁই। ঈদের সাতদিন বেলা ১টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। বেলা দেড়টায় গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান।

 


আরো সংবাদ



premium cement
জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে ট্রাইব্যুনালে মামলা শিগগিরই : আসামি হতে পারেন হাসিনাও দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এখন গড়ার পালা : তারেক রহমান ‘আব্বু শহরে নানুবাড়ি গেছে’ উপজেলা হাসপাতালকে শক্তিশালী করতে রেফারাল সিস্টেমে গুরুত্বারোপ ইসকন নিষিদ্ধের দাবি সুপ্রিম কোর্ট বারের বিভিন্ন আদালত প্রাঙ্গণে অনাকাক্সিক্ষত ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

সকল