২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

প্রথমবার শিল্পী সমিতির আহ্বানে শবনম

প্রথমবার শিল্পী সমিতির আহ্বানে শবনম -

আগামীকাল ২২ এপ্রিল রাজধানীর মগবাজারের একটি কনভেনশন হলে চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হবে ইফতার মাহফিল। প্রথমবারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির আহ্বানে এমন কোনো আয়োজনে অংশ নিতে যাচ্ছেন চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়িকা শবনম। বিষয়টি নিশ্চিত করেছেন শবনম নিজেই। তিনি জানান, শিল্পী সমিতির পক্ষ থেকে এবার নিমন্ত্রণ পেয়েছেন তিনি, সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন তাকে নিমন্ত্রণ জানিয়েছেন। শবনম বলেন, ‘শিল্পী সমিতির আজীবন সদস্য আমি। প্রায় দুই যুগ হলো আমি দেশেই আছি। দেশে আসার পর কাজী হায়াতের পরিচালনায় একটি সিনেমাতেই অভিনয় করেছি। এরপর আর কোনো মৌলিক গল্পে কাজ করার প্রস্তাবও পাইনি, কাজও করা হয়ে উঠেনি। তাই বলা যায় ঘরে বসেই নিভৃতে আমার সময় কাটে। টিভিতে সংবাদ দেখি, নানান ধরনের শো দেখি, নাটক দেখি, সিনেমা দেখি, আর নিজের ব্যস্ততা তো আছেই। এভাবেই সময় কেটে যাচ্ছে। যেহেতু প্রতিবারই শিল্পী সমিতি ইফতার মাহফিলের আয়োজন করে এবং আমাকে দাওয়াত করে- কিন্তু আমার যাওয়ার সময় হয়ে উঠে না বা যাওয়া হয়নি কখনো। এবার যেহেতু যথেষ্ট আন্তরিকতার সাথে দাওয়াত পেয়েছি, তাই ভাবলাম এবার যাওয়া যেতে পারে। আমি মানসিকভাবে প্রস্তুত এবারের ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য। ইলিয়াস কাঞ্চনকে ধন্যবাদ। আশা করছি দীর্ঘদিন পর অনেকের সাথে দেখা হবে।’ বাংলাদেশের ‘নাচের পুতুল’-খ্যাত এই নায়িকা এখনো ভালো গল্পের সিনেমায় কাজ করার অপেক্ষায় আছেন। অশোক ঘোষ পরিচালিত ‘নাচের পুতুল’ সিনেমায় নায়করাজ রাজ্জাকের লিপে মাহমুদুন্নবীর গাওয়া ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ গানটি এখনো দারুণ জনপ্রিয়। এই সিনেমার নায়িকা ছিলেন শবনম। এই গান আমাদের দেশের সঙ্গীতাঙ্গনের এক কালজয়ী গান। গানটির দৃশ্যায়নে শবনমের অনবদ্য অভিনয় এখনো দর্শকের মন ছুঁঁয়ে যায়। এই একটি গানই শবনমকে দর্শকের মনে যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে। আর অভিনয় জীবনের দীর্ঘ একটি সময় তিনি পাকিস্তানের সিনেমাতে অভিনয় করেছেন। সেখানকার দর্শকের কাছে এক মহান নায়িকার নাম শবনম। সেখানে সিনেমাতে অভিনয়ের জন্য পেয়েছেন সর্বোচ্চ ১১ বার নিগার অ্যাওয়ার্ড। কিন্তু এখনো শবনম বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য প্রবল আগ্রহী। শবনম বলেন, ‘সত্যি বলতে কি, শিল্পী জীবনের কিন্তু কোনো অবসর নেই। তাই এখনো আশায় বুক বেঁধে আছি, হয়তো কোনো একদিন একটি ভালো গল্পের সিনেমায় অভিনয় করতে পারব। একটি মৌলিক গল্পের সিনেমায় খুব ভালো একটি চরিত্রে অভিনয় করতে পারব। ‘আম্মাজান’ আমার অভিনীত সর্বশেষ সিনেমা। এটি যেমন দর্শকের কাছে মাইলফলক হয়ে আছে, আমার বিশাস যদি ভালো গল্পে অভিনয় করার সুযোগ মিলে, তবে সেই সিনেমাও মাইলফলক হবে। তবে কষ্টের কথা হচ্ছে দিন দিন সিনেমা হলের সংখ্যা কমেই যাচ্ছে। কী যে হবে আমাদের আগামী দিনের সিনেমা ইন্ডাস্ট্র্রি, তা একমাত্র ঈশ^রই জানেন।’

 


আরো সংবাদ



premium cement