২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘বেলা অবেলা’য় প্রশংসিত সজল-মাহা

‘বেলা অবেলা’য় প্রশংসিত সজল-মাহা -

গত শুক্রবার চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হলো জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী নায়মা আলম মাহা অভিনীত নাটক ‘বেলা অবেলা’। নাটকটি চ্যানেল আইতে প্রচারের পর এতে অভিনয়ের জন্য বেশ প্রশংসা পাচ্ছেন সজল মাহা। নাটকটি একটি পারিবারিক গল্পের নাটক। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন রাশেদা চৌধুরী, কচি খন্দকার, জাহিদ হোসেন শোভন, শশী আফরোজাসহ আরো অনেকে। নাটকটিতে অভিনয় এবং পরবর্তীতে এর সাড়া প্রসঙ্গে সজল বলেন, ‘নাটকটির গল্প নিঃসন্দেহে আমার অনেক ভালো লেগেছিল বিধায় কাজটি করেছি। আমার বিপরীতে আছে মাহা। মাহা খুব ভালো করছে। তার মধ্যে আরো ভালো অভিনয় করার সম্ভাবনা দেখতে পেয়েছি। আমার মনে হয় মাহা যদি আরো ভালো ভালো গল্পে কাজ করার সুযোগ পায় তাহলে সে নিজেকে আরো প্রমাণ করতে পারবে। কারণ তার মধ্যে ভালো অভিনয় করার ক্ষুধাটা আছে। আমার বিশাস আগামীতে সে আরো ভালো করবে।’ নায়মা আলম মাহা বলেন,‘সজল ভাইয়া খুব ভালো একজন অভিনেতা, আমার পছন্দের একজন অভিনেতা, মানুষ। তার সাথে কাজ করতে গেলে তিনি সবসময়ই ভীষণ সহযোগিতা করেন। এ নাটকটিও করার ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন ভীষণ। যে কারণে আমাদের দু’জনের অভিনয়ও বলা যায় বেশ প্রাণবন্ত হয়েছে। নাটকটি প্রচারের পর আমিও বেশ সাড়া পাচ্ছি। অনেকেই চ্যানেলে দেখে তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। আবার অনেকেই ইউটিউবেও নাটকটি দেখছেন।’ নাটকটি রচনা করেছেন পল্লব বিশাস, পরিচালনা করেছেন এহসান এলাহি বাপ্পি। এদিকে সজল ঈদ উপলক্ষে খুব কম নাটক করছেন। ভালো গল্প হলেই শুধু অভিনয় করছেন তিনি। মাহা, এরই মধ্যে ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছেন। শেষ করেছেন হানিফ খানের ‘মানবিক কারণে বিয়ে’, মাইদুল রাকিবের সাত পর্বের ধারাবাহিক ‘মুরগি’সহ আরো বেশ কয়েকটি নাটকের কাজ।

 


আরো সংবাদ



premium cement