ঈদে নিজের চ্যানেলে ফাহমিদা নবীর অন্যরকম দুই গান
- আলমগীর কবির
- ১৯ এপ্রিল ২০২২, ০০:০০
নিজের গানের বিষয়ে ফাহমিদা নবী সবসময়ই শ্রোতা দর্শকের ভালোলাগা, ভালোবাসা এবং তার গানকে ঘিরে তাদের উচ্ছ্বাসকে গুরুত্ব দিয়ে আসছেন শুরু থেকেই। কোনো শ্রোতা যখন তার একান্ত সময়ে ফাহমিদা নবীর গাওয়া গানগুলো শুনেন এবং কখনো সুযোগ পেলে সেই ভালোলাগার কথাটুকু ফাহমিদা নবীর কাছে পৌঁছাতে পারেন তখন ফাহমিদা নবীর কাছে যেন বিষয়টি বেশ গুরুত্ব পায়। কারণ একজন শ্রোতা দর্শক তার জীবন চলমানের সময়ে তার গানকে গুরুত্ব দিয়ে শুনছেন, এটাই যেন সত্যিকারের প্রাপ্তি। তাই শ্রোতা দর্শকের ভালোলাগার কথা চিন্তা করেই ফাহমিদা নবী আগামী ঈদের জন্য দু’টি প্রেম বিরহের গানের কাজ শেষ করেছেন। গান দু’টি হচ্ছে ‘আমি তোমার সমাধিতে এসেছি’ ও ‘এমন কেন হয়’। ‘আমি তোমার সমাধিতে এসেছি’ লিখেছেন মঞ্জুরুল আলম চৌধুরী এবং সুর করেছেন ফাহমিদা নবী। সঙ্গীতায়োজন করেছেন তানভীর দাউদ রনি ও শুভেন্দু দাস। মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে দেশের বাইরে। ভিডিও নির্দেশনায় আনমোল। ‘এমন কেন হয়’ গানটি লিখেছেন আতিউর রহমান, সুর ফাহমিদা নবীর। এই গানটি অতি সাধারণ একটি গান। শুভেন্দু দাসের গিটারের সুরের মূর্ছনায় ডুবে গিয়ে গানের কথার ভাব প্রকাশ করেছেন ফাহমিদা নবী। দু’টি গান প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এটা সত্যি যে ঈদ মানেই আনন্দ। কিন্তু ঈদ কী সবার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসতে পারে? পারে না। আামার এ দু’টি গান হইচই রকমের কোনো গান নয়। কিছু গান থাকে যে গানগুলো শুনতে গেলে মন কেঁদে উঠে, বারবার শোনার আগ্রহ থাকে। এই দু’টি গান ঠিক তেমনি গান। এ দু’টি গান শ্রোতা দর্শকের নিজের একান্ত সময়ের গান। সম্পর্কের সমাধি হয়ে যায় যখন প্রেম চলে যায়, আবার আমি বা আমরা যাকে নিয়ে অতীত খুঁজি সে তো আসলে আমার নয়, অন্য কারো। এমন ভাবনার দু’টি গান সেসব শ্রোতা দর্শকের জন্যই করেছি যারা এ ধরনের গান খোঁজেন। শ্রোতার নিজের আবেঘন পরিস্থিতিতে এই গান তাকে আরো প্রচণ্ড আবেগি করে তুলবে। যার প্রয়োজন সেই এই গান খুঁজে বের করে শুনবেন। আমি জানি আমার ভক্ত শ্রোতারা এমন গানের অপেক্ষায় থাকেন। তাদের জন্যই নিবেদিত এই গান।’ আগামী ঈদে ফাহমিদা নবীর নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘আনমোল প্রেজেন্টস’ গান দু’টি প্রকাশ পাবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা