নিশীতার কণ্ঠে শেফালী ঘোষের গান
- বিনোদন প্রতিবেদক
- ১৮ এপ্রিল ২০২২, ০০:০০
বাংলা নতুন বছরটাও যেন এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নিশীতার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। কারণ যেখানে নতুন বছরের শুরুতে দেশে রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য স্টেজ শো ছিল না, সেখানে দেশ ছাড়িয়ে দেশের বাইরে পয়লা বৈশাখ উপলক্ষে শো করে এসেছেন নিশীতা বড়–য়া। ত্রিপুরাতে তিনি বৈশাখী উৎসবে স্টেজ শোতে পারফরম করেছেন। আর এভাবেই বাংলা নতুন বছরের শুভারম্ভ করলেন নিশীতা বড়–য়া। তবে নিশীতা জানান, এবারই প্রথম তিনি বাউল সম্রাট শাহ আবদুল করিমের গান গাইলেন। নিশীতা গেয়েছেন ‘সখি কুঞ্জ সাজাওগো’ গানটি। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন করেছেন তিনি। গানটির সমন্বয় ও সার্বিক তত্ত্বাবধানে আছেন জুয়েল মোর্শেদ। গানটি করার ব্যাপারে উপদেষ্টা হিসেবে আছেন শাহ আবদুুল করিম পরিষদের সভাপতি শাহ নূর জালাল। গানটি শিগগিরই প্রচারে আসবে। এদিকে আগামী ঈদের জন্য বিটিভির বিশেষ অনুষ্ঠানে বিটিভির জন্য এবারই প্রথম দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী শেফালী ঘোষের জনপ্রিয় গান ‘যদি সুন্দর একখান মুখ পাইতাম’ গানটি গেয়েছেন। এরই মধ্যে বিটিভিতে এই গানের শুটিংয়ে অংশ নিয়েছেন নিশীতা বড়–য়া। দু’টি গান গাওয়া প্রসঙ্গে নিশীতা বড়–য়া বলেন,‘ শ্রদ্ধেয় শেফালী ঘোষের অনেক গানই এর আগে বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছি আমি। তবে এবারই প্রথম বিটিভির জন্য গাইলাম, বিটিভির ঈদ বিশেষ অনুষ্ঠানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা