চড়কাণ্ডের পর ক্রিস রকের অনুষ্ঠানের চাহিদা বেড়েছে
- আলমগীর কবির
- ১২ এপ্রিল ২০২২, ০০:০০
অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রককে অভিনেতা উইল স্মিথের চড় মারার ঘটনা সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বেই। সেই রাতে অস্কার অনুষ্ঠানের পর থেকেই ক্রিসের স্ট্যান্ড-আপ কমেডির অনুষ্ঠানের টিকিটের বিক্রি বেড়েছে। চড় খাওয়ার রাতে যত টিকিট বিক্রি হয়েছে, তার আগের এক মাসে মোট বিক্রির হিসেব তার থেকে অনেক কম। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে পড়ছে টিকিটের মূল্য। ১৮ মার্চ যে টিকিটের দাম ছিল সাড়ে তিন হাজার টাকা, ঘটনার পর একই টিকিটের দাম ২৬ হাজার টাকা হয়েছিল।
সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘কপাল ভালো, এখন কানে শুনতে পাচ্ছি!’ বোঝাই যাচ্ছে, উইল স্মিথ কানে না মেরে গালে মেরেছেন বলে তার প্রতি কিঞ্চিৎ কৃতজ্ঞ ক্রিস। আবার আরেক অনুষ্ঠানে উপহাস করে তিনি বলেন, ‘আগে টাকা দেন। নইলে ওই ঘটনা (উইলের চড়) নিয়ে কোনো কথা হবে না।’
গত মাসে আরেক অনুষ্ঠানে ক্রিস বলেন, ‘আপনারা যদি ওই ঘটনা (অস্কারের চড়কাণ্ড) সম্পর্কে আমার মন্তব্য শুনতে আসেন, তা হলে কিন্তু হবে না। ওই ঘটনার আগেই শো-এর জন্য আমি লম্বা চিত্রনাট্য লিখেছি।’ তবে অনুষ্ঠান চলাকালে উইলের চড় নিয়ে একটি বাক্য তিনি সে দিন বলেছিলেন, ‘আমি এখনো ভাবছি, সে দিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনো সেই মুহূর্তটি নিয়ে ভেবে যাচ্ছি।’
চড়কাণ্ডের পর প্রথম যে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তার নাম ‘ইগো ডেথ ওয়াল্ড টুর’। প্রিয় তারকার কৌতুকশিল্প দেখতে দর্শকের ভিড় উপচে পড়েছিল সেই অনুষ্ঠানে। হাততালি, উল্লাসধ্বনির পর দর্শকরা উঠে দাঁড়িয়ে সম্মান জানালেন তাকে। স্পষ্টত, অস্কারমঞ্চে অভিনেতা উইল স্মিথের হাতে চড় খাওয়ার পরও ঠাণ্ডা মাথায় অনুষ্ঠান সঞ্চালনা করে যাওয়ার জন্যই মুগ্ধ দর্শকরা।
যুক্তরাষ্ট্রের বুস্টনে তিনি মঞ্চে প্রবেশ করার পরই দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দেন। একবার নয়, বারবার একইভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়। ক্রিস খানিক অপ্রস্তুত হয়ে পড়েন এত ভালোবাসায়। তিনি বলেছেন, ‘আমি এখনো ভেবে চলেছি, সে দিন ঠিক কী হয়েছিল? নিজের মনের মধ্যে এখনো সেই মুহূর্তটিকে নিয়ে চিন্তা করে চলেছি।’ ওই অনুষ্ঠানে মিনিটখানেক ধরে দর্শকরা দাঁড়িয়ে উঠে হাততালি দিয়েছেন। ‘আপনাকে ভালোবাসি ক্রিস’ বলে চিৎকার করেছেন তারা। অপ্রস্তুত হওয়ার পাশাপাশি আবেগতাড়িতও হয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু সাথে সাথে নিজেকে সামলে নেন কৌতুকশিল্পী। শুরু করেন স্ট্যান্ড-আপ কমেডি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা