কণার জন্মদিনে বাপ্পার উপহার
- বিনোদন প্রতিবেদক
- ১২ এপ্রিল ২০২২, ০০:০০
বাপ্পা মজুমদার, দিলশাদ নাহার কণা- দু’জনই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী। বাংলাদেশের শ্রোতা দর্শকের কাছে দু’জনেরই দারুণ গ্রহণযোগ্যতা রয়েছে। বাপ্পা মজুমদারের নিজস্ব ঘরানার গায়কীর যেমন আলাদা শ্রোতা দর্শক রয়েছেন ঠিক তেমনি কণারও। আগামী ১৫ এপ্রিল কণার জন্মদিন। জন্মদিনেই কণার নতুন গান আসছে বাপ্পা মজুমদারের সুরে। গানের শিরোনাম ‘মন ভালো’। গানটি লিখেছেন শাহান কবন্ধ। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি করা হয়েছে ‘বিউটিফুল ভয়েসেস সিজন ওয়ান’ অ্যালবামের জন্য। কণার জন্মদিনে গানটি ‘বাপ্পা মজুমদার’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘কণা এমনিতেই ভীষণ ভালো গায়। আর এ গানটি এত ভালো গেয়েছে যে আসলে সত্যিকার অর্থেই তার গায়কী নিয়ে নতুন করে বলার কিছু নেই। সত্যিই দুর্দান্ত সুন্দর গেয়েছে কণা, শাহান কবন্ধও চমৎকার লিখেছে। সবচেয়ে বড় ব্যাপারটা আমি বারবার বলে এসেছি, যে পুরো ব্যাপারটি অর্থাৎ বিউটিফুল ভয়েজেস সিজন ওয়ান অ্যালবামের কাজ করা সম্ভব হয়েছে এর সাথে সম্পৃক্ত যতজন শিল্পী আছেন, যতজন মানুষ আছেন তাদের প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণের কারণে। প্রত্যেকেই মন থেকে কাজটি করেছেন। আর কণার গানটি যেহেতু প্রকাশ করতে দেরিই হয়ে গেল। শেষমেশ এসে পরিকল্পনা করা হলো যে আমরা গানটি তার জন্মদিনে প্রকাশ করেই তাকে শুভেচ্ছা-ভালোবাসা জানাই।’ দিলশাদ নাহার কণা বলেন, ‘সত্যি কথা বলতে কী দাদা’র চোখের সামনেই তো বড় হয়েছে, বেড়ে উঠেছি। দাদার গান শুনলে যেমন শান্তি লাগে, দাদা ঠিক তেমনি একজন মানুষ। এ গানটি শুনলেও ঠিক তেমনি শান্তি লাগবে। তবে এটি সত্যি, এ গান যে দিন আমাকে দাদা পাঠিয়েছিলেন, তখন আমি একটু ভয় পেয়েছিলাম। কারণ আমি যে ধরনের গান গাই, এ গানটি তার থেকে আলাদা। এমন গান গাওয়ার সুযোগ কম আসে। ভালো গাইতে হবে- এই আত্মবিশ্বাস নিয়ে গানটি গেয়েছিলাম। বাপ্পা দা’র পূর্ণ সহযোগিতা তো ছিলই। আশা করছি ভালো লাগবে। আর ভীষণভাবে কৃতজ্ঞ দাদাকে আমার জন্মদিনে গানটি প্রকাশের উদ্যোগ নেবার জন্য।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা