২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শাকিলার মনোযোগ এখন অভিনয়ে

-

শাকিলা পারভীনকে দর্শক সাধারণত গানের মডেল হিসেবেই সবচেয়ে বেশি চিনেন জানেন। তাকে নিয়ে নির্মিত কয়েকটি গানের মিউজিক ভিডিওর ভিউ কোটি কোটি। যে কারণে অনেক শিল্পীর যেমন তাকে নিয়ে মিউজিক ভিডিও নির্মাণের আগ্রহ রয়েছে, ঠিক তেমনি অনকে মিউজিক ভিডিও নির্মাতারও আগ্রহ রয়েছে। তবে শাকিলা পারভীন জানান, এখন মিউজিক ভিডিওতে মডেল হওয়ার চেয়ে অভিনয়ে তিনি বেশি মনোযোগ দিয়েছেন। গত ২৪ মার্চ অভিনেতা নিলয় আলমগীরের নতুন ইউটিউব চ্যানেলে ‘নাফ এন্টারটেইনম্যান্ট’তে প্রকাশিত হয় শাকিলা পারভীন অভিনীত ‘বিয়াইনের বিয়ে’ নাটকটি। নাটকটির রচয়িতা রশিদুর রহমান, নির্মাণ করেছেন আদিফ হাসান। এরই মধ্যে নাটকটি ইউটিউবে ১০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। আবার চ্যানেলটির পেজ-এ নাটকটি ৮০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটিতে অভিনয়ের জন্য বেশ সাড়া পাচ্ছেন শাকিলা পারভীন। আবার একই চ্যানেলে মোহন আহমেদ রচিত ও প্রতীক আহমেদ পরিচালিত ‘ভাড়াটিয়া বয়ফ্রেন্ড’ নাটকও প্রকাশিত হয়েছে গেল ২৮ মার্চ। এ নাটকটিও চ্যানেলে ৬ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। শাকিলা জানান, এখন অনেক নাটকে কাজ করার প্রস্তাব পাচ্ছেন তিনি; যে কারণে অভিনয়ের প্রতি তিনি এখন বেশি মনোযোগ দেয়ার চেষ্টা করছেন। শাকিলা পারভীন বলেন, ‘অনেক তো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছি। অনেক গানের জন্যই সাড়া পাই প্রতিনিয়ত। কিন্তু আমার স্বপ্নই যেহেতু একজন ভালো অভিনেত্রী হওয়া, তাই এখন থেকে অভিনয়ে বেশি মনোযোগ দেবো। চেষ্টা করব ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এরই মধ্যে বিয়াইনের বিয়ে নাটকে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। আগামীতে যেসব নাটক প্রচারের অপেক্ষায় আছে সেগুলো নিয়েও আমি আশাবাদী।’ শাকিলা জানান, এরই মধ্যে তিনি রনি খানের পরিচালনায় ‘সংসার সুখের হয় টাকার গুনে’ ও মোহন আহমেদের পরিচালনায় ‘পেইনফুল জিএফ’ নাটকের কাজ শেষ করেছেন। শাকিলা পড়াশোনা করছেন ‘বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি-বিইউবিটতে অর্থনীতিতে (অনার্স)।

 


আরো সংবাদ



premium cement
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে ট্রাইব্যুনালে মামলা শিগগিরই : আসামি হতে পারেন হাসিনাও

সকল