তাদের ‘মিশন টু আমেরিকা’
- বিনোদন প্রতিবেদক
- ১১ এপ্রিল ২০২২, ০০:০০
দর্শকের চাহিদার কথা বিবেচনা করে এবং সেই সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলতে ভিউকে লক্ষ্য করে অনেকেই নাটক নির্মাণ করছেন। কিন্তু এর মধ্যে আবার কেউ কেউ দর্শককে ম্যাসেজ দিতেও নানান ধরনের গল্প নিয়ে নাটক নির্মাণ করেন। আবার কিছু নাটক শুধুই বিনোদনের লক্ষ্যে নির্মাণ করা হয়। সম্রাট জাহাঙ্গীর রচিত ও পরিচালিত ‘মিশন টু আমেরিকা’ ঠিক তেমনি একটি নাটক। কমেডি ঘরানার দর্শককে বিনোদিত করার লক্ষ্যে সম্রাট ‘মিশন টু আমেরিকা’ নাটকটি নির্মাণ করেছিলেন। দর্শকের ভালোলাগার মতো একটি গল্প আছে এই নাটকে। এ ধরনের গল্পের নাটক দর্শক এক বসাতেই উপভোগ করে নিতে পারেন। নাটকটি এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকটিতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ, নিলয় আলমগীর ও পারসা ইভানা। আরো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেতা ফারুক আহমেদ। নাটকটিতে অভিনয়ের জন্য মৌ বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন। তাহমিনা সুলতানা মৌ বলেন, ‘গেল ভালোবাসা দিবসে সম্রাট জাহাঙ্গীরের পরিচালনায় প্রেম কলঙ্কের মালা শিরোনামের একটি নাটকে অভিনয় করেছিলাম। এটি ভালোবাসা দিবসে নাফ-নিলয় আলমগীর ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল। নাটকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলাম। এর গল্প রচনা করেছিলেন কাজী শাহেদুল ইসলাম। এ নাটকে অভিনয়ের জন্য বেশ সাড়া পেয়েছি। দেখলাম এরই মধ্যে নাটকটি ১৭ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকটির জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। কারণ নাটকটি প্রেমের সিরিয়াস গল্পের নাটক। আবার এর আগেও নিলয়ের সঙ্গে মিশন টু আমেরিকা নাটকে অভিনয় করেছি। এ নাটকটি কমেডি ঘরানার। আমার কাছে ভালো লেগেছিল কাজটি করতে। এখন তো আসলে বার্তা প্রধান নাটক খুব কমই নির্মিত হয়। দর্শককে বিনোদিত করাই মূল লক্ষ্য থাকে। মিশন টু আমেরিকা ঠিক তেমনি একটি নাটক। নিলয়, ইভানা, ফারুক ভাই-প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। তবে প্রেম কলঙ্কের মালার মতো গল্পে অভিনয় করতে বেশি আগ্রহী আমি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা