অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’তে কবিতা তিনি
- বিনোদন প্রতিবেদক
- ১১ এপ্রিল ২০২২, ০০:০০
লক্ষ্মীপুরের মো: আবদুল কাশেম ভূঁইয়া ও মিনারা বেগম ভূঁইয়া দম্পতির ছোট মেয়ে সামিয়া নাহি। অনেকটাই শখের বশেই মুরাদ পারভেজ পরিচালিত ‘তৃতীয় পুরুষ’ নাটকে অভিনয় করেছিলেন ২০১৯ সালে। আর এর পর থেকেই যেন একটু একটু করে অভিনয়ের দুনিয়ায় নিজেকে ব্যস্ত করে তোলা। গ্ল্যামারাস, মিষ্টি হাসির বেশ উচ্চতার সামিয়া নাহিকে এক দিন ফোন করে পরিচালক মুশফিকুর রহমান গুলজার একটি সিনেমাতে অভিনয়ের কথা বলেন। গল্প শুনে সিনেমাতে অভিনয়ের জন্য রাজি হয়ে গেলেন নাহি। সিনেমার নাম ‘দায়মুক্তি’। মো: জসীম উদ্দিন প্রযোজিত কমল সরকারের গল্পে ২ ঘণ্টা ১৯ মিনিটের এ সিনেমায় কবিতা চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়ক সাইমনের বিপরীতে। সিনেমাটি নির্মাণ করেছেন গুণী সিনেমা নির্মাতা বদিউল আলম খোকন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে সামিয়া নাহি বলেন, ‘দায়মুক্তি সিনেমার গল্প মূলত বৃদ্ধাশ্রমকে নিয়ে। কবিতা চরিত্রটি আমার কাছে ভালো লেগেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা