২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টার্কিশ মেকারদের গল্প বলার ধরন ভালো লাগে : ফারিয়া

টার্কিশ মেকারদের গল্প বলার ধরন ভালো লাগে : ফারিয়া -

কয়েক বছর ধরে লাতিন আমেরিকা, আর্জেন্টিনা, চিলিসহ প্রায় ১৬০টিরও বেশি দেশে নিজেদের নির্মিত সিরিয়াল প্রচার করছে তুরস্ক। বাংলাদেশেও বিপুল দর্শকপ্রিয়তা অর্জন করেছে সিরিয়ালগুলো। গল্পে ইতিহাস, ঐতিহ্যের সাথে চমৎকার নির্মাণশৈলীই এই জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করেন দেশের চলচ্চিত্র অঙ্গনের কয়েকজন তারকা। সম্প্রতি তুরস্ক ঘুরে এসে এ বিষয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘প্রথমবার তুরস্কে গেলাম। সেখানকার মানুষ, প্রকৃতি সবই খুব সুন্দর। আমি টার্কিশ ড্রামা ও সিনেমা দেখেছি। তাদের গল্প বলার ধরন ভালো লাগে আমার। সেখানকার অনেক তারকার ফ্যান আমি। বিশেষ করে তুরস্কের জনপ্রিয় অভিনেতা ক্যান ইয়েমেনকে আমার ভীষণ ভালোলাগে। অভিনেত্রী ডেমিতকেও খুব ভালো লাগে। সব মিলিয়ে তুরস্কের প্রতি আমার আগ্রহ বেশ আগে থেকেই।’ কাজ নিয়ে নিজের মধ্যে একগেঁয়েমি চলে আসায় গত ১০ মার্চ তুরস্কে বেড়াতে গিয়েছিলেন এই তারকা। ফিরেছেন চলতি মাসের ২ তারিখ। ফারিয়া বলেন, ‘বেশ লম্বা সফর হলেও প্রথম ১০ দিন মাত্রাতিরিক্ত তুষারপাতের কারণে কোথাও বের হতে পারিনি। ঘরেই আটকে ছিলাম। এর পর অবশ্য ঘুরেছি তুরস্কের বেশ কয়েটি শহর।’
এই ঘুরাঘুরিতে একগেঁয়েমি ভাব কতটা দূর হয়েছে জানতে চাইলে ফারিয়া বলেন, ‘সাফল্যের পেছনে অবিরাম ছুটে হয়তো সাফল্য পাওয়া যায়। কিন্তু এ ছুটে চলা সময়ে হারিয়ে ফেলতে হয় অনেক কিছুই। কোনো না কোনো সময়ে সেই হারানোর স্মৃতি আক্ষেপ হয়ে উঁকি দেয় মনের কোণে। তখন মনে হয় ভুল পথে হেঁটে এসেছি অনেকটা পথ।’
এখন অভিনেত্রী হিসেবে ব্যস্ততা থাকলেও ফারিয়ার জনপ্রিয়তা এসেছে উপস্থাপনার মাধ্যমে। এরপর সিনেমায় এসে পেয়েছেন সাফল্য। তবে অবিরাম কাজের জন্য নিজেকেই সেভাবে সময় দিতে পারেননি ফারিয়া। ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে নায়িকা নিজেই জানালেন তার আক্ষেপের কথা। ফারিয়া লিখেছেন, ‘২০১২ সাল থেকে প্রায় প্রতিদিনই কাজ করছি। বন্ধু বানাতে পারিনি, বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি, এমনকি নিজের অনুভূতির সাথেও আপস করতে হয়েছে। যেন আমি কোনো দৌড় প্রতিযোগিতায় আছি। মানুষের কটাক্ষের ভয়ে আমি জনসম্মুখে নিজের অনুভূতি প্রকাশ করাও বন্ধ করে দিয়েছি।’ গত সোমবার ভোরে হঠাৎ ফারিয়ার উপলব্ধি হয়, তিনি আসলে নিজের সাথে সঠিক ব্যবহার করেননি। নায়িকা লিখেছেন, ‘তরুণ ফারিয়াকে আমি হয়তো আরেকটু ভালোভাবে পরিচর্যা করতে পারতাম। দুশ্চিন্তার বদলে তাকে আরো কিছু আনন্দ দিতে পারতাম। তাকে অন্তত নিজের মতো হতে দিতে পারতাম।’
সব শেষে তরুণ সময়ের ফারিয়ার কাছে ক্ষমা চান বর্তমানের নুসরাত ফারিয়া। অর্থাৎ নিজের কাছে নিজেই স্যরি বলেছেন তিনি। এদিকে নুসরাত ফারিয়া সর্বশেষ কাজ করেছেন ‘রকস্টার’ নামের একটি সিনেমায়। এটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল। কলকাতায় নির্মিত সিনেমাটিতে ফারিয়ার নায়ক যশ দাশগুপ্ত। অংশুমান প্রত্যুষ পরিচালিত এ সিনেমা বাংলার পাশাপাশি হিন্দি ভাষায়ও মুক্তি পাবে বলে জানা গেছে। তার আগে গত ফেব্রুয়ারিতে শেষ করেছেন ওয়েবফিল্মের ‘পর্দার আড়ালে’ কাজ। টানা দুই সিনেমার শুটিং। একটি বাংলাদেশে, অন্যটি কলকাতায়। যেন হাঁপিয়ে উঠেছিলেন এ নায়িকা।


আরো সংবাদ



premium cement