২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২২

সেরা হলেন জন ব্যাটিস্ট, অলিভিয়া রড্রিগো

সেরা হলেন জন ব্যাটিস্ট, অলিভিয়া রড্রিগো -

সঙ্গীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়েছে। সোমবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের আয়োজনে সেরা ঘোষিত হয়েছেন জন ব্যাটিস্ট ও অলিভিয়া রড্রিগো।
সাধারণত বছরের শুরুতে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডস। অর্থাৎ জানুয়ারিতে। তবে, কোভিড-১৯-এর উচ্চ সংক্রমণ হারের জন্য তা পিছিয়ে এপ্রিলে আনা হয়। ভেন্যু লস অ্যাঞ্জেলেস থেকে পরিবর্তিত হয়ে আসে লাস ভেগাসে। অনুষ্ঠান উপস্থাপনা করেন ট্রেভর নোয়াহ।
আলোচিত আমেরিকান গায়িকা অলিভিয়া রড্রিগো এবার গ্র্যামি পাবেন, তা অনেকটাই অনুমেয় ছিল। সেরা নতুন শিল্পী ও সেরা পপ ভোকাল অ্যালবামের গ্র্যামি জিতেছেন এ গায়িকা। ডোজা ক্যাট সেরা পপ গ্রুপের গ্র্যামি জিতেছে বিটিএসকে পেছনে ফেলে। বছরের সেরা অ্যালবামের সম্মান পেয়েছেন আমেরিকান গায়ক, গীতিকার জন ব্যাটিস্ট। এ বছর বাছাইয়ের জন্য প্রায় ২২ হাজার গান ও অ্যালবাম জমা দেয়া হয়েছিল, ফলে সংক্ষিপ্ত তালিকায় প্রথমবারের মতো প্রধান বিভাগগুলোতে আট থেকে দশজন করে মনোনয়ন পান। কাজেই যারা ভোট দিয়েছেন তাদের যে প্রচুর গান শুনতে হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের সিইও হার্ভে ম্যাসন জুনিয়র বলেন, ‘আমরা সঙ্গীতের অসাধারণ বিস্তৃতির সময়ে বাস করছি। প্রতিদিন ৬০ হাজারের বেশি গান প্রকাশিত হচ্ছে। সঙ্গীতে আরো অনেক বেশি উৎকর্ষ আছে স্বীকৃতি দেয়া ও উদ্যোগের জন্য।’
সেরা নতুন শিল্পী বিভাগ সব সময়ই একটু সাড়া ফেলে। এবার সেই তালিকায় অন্যতম পাকিস্তানি-আমেরিকান সঙ্গীতশিল্পী আরুজ আফতাব। তিনি রীতিমতো হতবাক হয়েছেন মনোনয়নের তালিকায় নাম দেখে। আরুজ গ্র্যামির অনুষ্ঠানে যোগ দিতে লাস ভেগাসে যাওয়ার আগে বলেন, ‘আমি ভাবিনি যে এ রকম কিছু ঘটতে পারে, তবে আমার মনে হচ্ছিল এমন কিছু হওয়া উচিত।’
তবে এবার মনোনয়নের তালিকায় ছিলেন বিতর্কিত কয়েকজন তারকা। যৌন হয়রানির অভিযোগ ওঠার পাঁচ বছর পর এ বছর সেরা কমেডি অ্যালবামের জন্য মনোনয়ন পেয়েছেন লুই সিকে। যৌন নির্যাতনের জন্য বিচারের মুখোমুখি হওয়া রক স্টার মেরিলিন ম্যানসন এবার দু’টি পুরস্কার জিততে পারেন বলে মনে করছেন অনেকে। যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত প্রযোজক ডক্টর লুক পেয়েছেন তিনটি মনোনয়ন। এ ছাড়া কৌতুক অভিনেতা ডেভ চ্যাপেল পেয়েছেন একটি মনোনয়ন, যিনি ট্রান্স কমিউনিটি নিয়ে কৌতুক করে তুমুল বিতর্কিত হয়েছিলেন।
এ বিষয়ে একাডেমির সিইও হার্ভে ম্যাসন জুনিয়র এক বিবৃতিতে বলেন, ‘আমরা কারো অতীত ইতিহাস খুঁজে দেখিনি। আমরা যা নিয়ন্ত্রণ করব তা হলো আমাদের স্টেজ, আমাদের শো, আমাদের ইভেন্ট ও আমাদের রেড কার্পেট। সিদ্ধান্ত নেয়ার জন্য ভোটাররা রয়েছেন।’
গ্র্যামি ২০২২ জিতলেন যারা : অ্যালবাম অব দি ইয়ারে গ্র্যামি জিতেছে ‘উই আর’। জন ব্যাটিস্টের এই অ্যালবাম নিয়ে বেশ আলোচনা হয়েছিল।
লিভ দ্য ডোর ওপেনসিল্ক সনিক জিতেছে রেকর্ড অব দি ইয়ার গ্র্যামি। সেরা গান হিসেবেও গ্র্যামি জিতেছে গানটি।
সেরা নতুন শিল্পী হিসেবে অলিভিয়া রড্রিগো, সেরা একক পপ পারফরমেন্সে গ্র্যামি জিতেছে অলিভিয়া রড্রিগোর ড্রাইভারস লাইসেন্স।
সেরা পপ ভোকাল অ্যালবাম : সোর অলিভিয়া রড্রিগো। সেরা র্যাপ গান : জেইলকেনি ওয়েস্ট ফিচারিং জে-জেড
সেরা পপ গ্রুপ পারফরমেন্স : কিস মি মোরডোজা ক্যাট ফিচারিং এসজেডএ। সেরা রক অ্যালবাম : মেডিসিন অ্যাট মিডনাইটফু ফাইটারস। সেরা মিউজিক ভিডিও: ফ্রিডমজন ব্যাটিস্ট।
সূত্র : বিবিসি

 


আরো সংবাদ



premium cement