২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিটিভিতে প্রচারিত হয়েছে ৫০-এরও অধিক সঙ্গীতশিল্পীর অংশগ্রহণে গান

-

বাংলাদেশ টেলিভিশনের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিটিভিতে প্রচারিত হয়েছে ৫০-এরও অধিক সঙ্গীতশিল্পীর অংশগ্রহণে গান ‘বাংলাদেশ বাংলাদেশ যে পরিণত আজ সুবর্ণ ৫০’-এ। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর সঙ্গীত করেছেন নকীব খান। মাহবুবা ফেরদৌসের প্রযোজনায় গানটি এখনো নিয়মিত বিটিভিতে প্রচার হচ্ছে। ছবিতে গানটি গাইবার সময় নানান ভঙ্গিমায় গোলাম সাব্বিরের ক্যামেরার ফ্রেমে বন্দী হন শিল্পীরা। সামনের সারিতে (বাম থেকে) আছেন অণিমা রায়, সানজিদা মাহমুদ নন্দিতা, রন্টি দাস, চম্পা বণিক, প্রিয়াংকা গোপ, অনন্যা আচার্য্য ও সুস্মিতা সাহা।


আরো সংবাদ



premium cement