২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

একজন নারীর জীবনের গল্পের উপর এই নাটক : তারিন

-

তারিন জাহান, অভিনয়ের দুনিয়াতেই ব্যস্ত নন্দিত নাট্যাভিনেত্রী। তারিন জাহান, নিজেই প্রতিনিয়ত দর্শকের কাছে অনুরোধ শোনেন নতুন নতুন নাটকে অভিনয়ের জন্য। ভালো ভালো গল্পে মনকাড়া চরিত্রে দর্শক তারিনকে দেখতে চান। তারিন নিজেও চেষ্টা করেন দর্শকের এই চাহিদাকে গুরুত্ব দিয়ে ভালো গল্পের নাটকে অভিনয় করতে। তবে বিভিন্ন সময়ে তারিনকে ভালো গল্পের খণ্ড নাটকে অভিনয়ে দেখা গেলেও বলা যায় বেশ কিছুটা দিন বিরতির পর তিনি একটি ভালো গল্পের ধারাবাহিকে অভিনয় করছেন। মিফাতাহ আনানের পরিচালনায় নাম ঠিক না হওয়া একটি ধারাবাহিকে অভিনয় করছেন। আর এই ধারাবাহিকেই প্রথম তারিনের বিপরীতে অভিনয় করছেন মঞ্চ, টিভি অভিনেতা ও বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ আপন আহসান। নাটকটি রচনা করেছেন রশীদ ইকবাল, লুবাবা বিনতে হায়াতুল্লাহ। আপাতত যদিও ধারাবাহিকটির নাম ‘নির্দোষ’ রাখা হয়েছে, তবে পরিচালক মিফতাহ আনান জানান নাটকটির নাম পরিবর্তন করা হবে। নাটকের নাম ‘বেকসুর’ ও রাখা হতে পারে। তবে কোনটাই চূড়ান্ত নয়। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘অনেক আগে থেকেই এ নাটকে অভিনয় করার কথা হচ্ছিল। কিন্তু করোনার কারণে তা বারবার পিছিয়ে যায়। এই ধারাবাহিকের মূল গল্প এগিয়ে যায় একজন নারীর জীবনের গল্পের ওপর। তার একটি মেয়ে আছে। মেয়েটি হারিয়ে যায়। সেই নারীর জীবনের নানান উত্থান পতনের গল্প নিয়েই এগিয়ে যায় এ নাটকের গল্প। পুরো গল্পটা বলতে চাই না। প্রচারে এলেই দর্শক দেখতে পাবেন-এটা আসলে কেমন ধরনের গল্পের নাটক। তিনটি সময়কে এ নাটকে উপস্থাপন করা হচ্ছে। আগের লটের কাজেও অংশগ্রহণ করেছি। দ্বিতীয় লটে আপন ভাইয়ের সাথে আমার কাজ করা হয়েছে। নানান প্রতিবন্ধকতা, বাজেট স্বল্পতার মধ্যদিয়েই আমাদের ভালো কাজ করতে হয়। আমরা সবসময়ই চাই ভালো গল্প দর্শককে উপহার দিতে। এই ধারাবাহিকের গল্পটাই আসলে অনেক শক্তিশালী। যে কারণে আমি ধারাবাহিকটি নিয়ে খুউব আশাবাদী। আপন ভাইয়ের সাথে এটাই আমার প্রথম কাজ। তিনি অভিনয়ও কম করেন। তার সাথে কাজের অভিজ্ঞতা ভালো।’ সৈয়দ আপন আহসান বলেন, ‘আমি আসলে ধারাবাহিকে অভিনয় করি না, এটাই সত্যি। কারণ আমাকে বিজ্ঞাপনী সংস্থা, বিজ্ঞাপন নির্মাণ এবং আনুষঙ্গিক অন্যান্য কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকতে হয়। মূলত এ নাটকের প্রযোজকের আগ্রহেই ব্যস্ত থাকার পরও আমাকে এ নাটকে অভিনয় করতে হচ্ছে। তবে এটা যে অনেক বড় একটি ধারাবাহিক নাটক হবে সেটা আমার ধারণা ছিল না। আমার দেখা বা চেনা শিল্পীদের মধ্যে তারিন নিঃসন্দেহে একজন শক্তিশালী অভিনেত্রী। সহশিল্পীকে সহযোগিতা করার ব্যাপারে ভীষণ উদার। প্রয়োজনে তারিন অভিনয়ও শিখিয়ে দেন। সংলাপবিহীন অভিনয়ে তারিন দুর্দান্ত এবং অবশ্যই ভীষণ সহযোগিতাপরায়ণ। তারিনসহ তার প্রজন্মের আরো যারা আছেন তারা সহশিল্পীকে আন্তরিকভাবেই সহযোগিতা করেন। যে কারণে ধারাবাহিকটিতে কাজ করে আমার ভীষণ ভালো লেগেছে।’ তারিন ও আপন জানান শিগগিরই নাটকটি একটি নতুন টিভি চ্যানেলে প্রচার হবে।


আরো সংবাদ



premium cement