২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মৌসুমী উদ্বোধন করলেন সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব

মৌসুমী উদ্বোধন করলেন সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব -

প্রিয়দর্শিনী মৌসুমী, দেশে যখন থাকেন তখন তাকে সিনেমার শুটিং, মাঝে মধ্যে নাটক-টেলিফিল্মের শুটিং, বিভিন্ন চ্যানেলের নানান ধরনের অনুষ্ঠানের শুটিং, নিজের ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কাজ এবং সর্বোপরি সংসারের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকতে হয়। যে কারণে নিজের মনের মতো করে আরাম আয়েশের সুযোগটাও মিলে তার খুব কম। কিছু দিন আগে আমেরিকায় গেছেন প্রিয়দর্শিনী মৌসুমী। সেখানে গিয়েও থেমে নেই মৌসুমী। যদিও বা মূলত মাকে সময় দিতেই সেখানে গেছেন তিনি। কিন্তু তারপরও নানান ধরনের কাজ নিয়ে তাকে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। আর এটাই স্বাভাবিক, কারণ তিনি প্রিয়দর্শিনী মৌসুমী। দর্শকের কাছে এখনো তিনি জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন। তাই তাকে ঘিরে দর্শকের মধ্যে এখনো প্রবল আগ্রহ রয়েছে। প্রিয়দর্শিনী মৌসুমী এরই মধ্যে আমেরিকার নিউ ইয়র্কে দু’দিনব্যাপী শুরু হওয়া ‘সূচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধনী ঘোষণা করেন। আর এরই মধ্য দিয়ে প্রমাণিত হলো বাংলাদেশের সিনেমায় মৌসুমীর অবস্থান। চলচ্চিত্রে মৌসুমীর অবস্থান, তার জনপ্রিয়তা এবং তার ব্যক্তিত্বই তাকে ‘সূচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’-এর উদ্বোধক হিসেবে চূড়ান্ত করেছে ‘সূচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’ আয়োজক কমিটি। প্রিয়দর্শিনী মৌসুমীও এমন একটি চলচ্চিত্র উৎসবের উদ্বোধক হতে পেরে গর্বিত। মুঠোফোনে আমেরিকা থেকে মৌসুমী বলেন, ‘সূচিত্রা সেন তো সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের গর্ব। কারণ তিনি বাংলাদেশের সন্তান, তার জন্ম পাবনায়। সেদিক বিবেচনায় তিনি আমাদের আত্মার মানুষ। তবে সব কিছুর ঊর্ধ্বে তিনি সূচিত্রা সেন, বাংলা ভাষাভাষী সিনেমার এক কালজয়ী নাম। যে নামকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যত দিন বাংলা ভাষার চলচ্চিত্র পৃথিবীর বুকে থাকবে ততদিন সূচিত্রা সেন আমাদের মাঝে শ্রদ্ধার সাথেই বেঁচে থাকবেন। তিনি আমাদের সবার প্রিয় নায়িকা। তাকে ছাড়া বাংলা চলচ্চিত্র কল্পনাই করা যায় না। আমি নিজেও তার ব্যক্তিত্বকে অনুসরণ করি। আমাদের সবারই তার ব্যক্তিত্ব অনুসরণ করা উচিত। তার অভিনীত প্রতিটি সিনেমা থেকে অভিনয়েও নিজেদের সঠিকভাবে গড়ে তুলতে পারে নতুন প্রজন্মে যারা অভিনয়ে এসেছে বা আগ্রহী।


আরো সংবাদ



premium cement
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে ট্রাইব্যুনালে মামলা শিগগিরই : আসামি হতে পারেন হাসিনাও

সকল