২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করাই স্বপ্ন নাসিরের

-

সিয়াম নাসির, নাটকের এই সময়ের দর্শকপ্রিয় মুখ। নাটক-টেলিফিল্মের গল্পে কিছু চরিত্র থাকে খুব গুরুত্বপূর্ণ। যে চরিত্রগুলো নাটক টেলিফিল্মকে বিশেষভাবে অলঙ্কৃত করে। সেসব অলকৃত করা চরিত্রে অভিনয় করেই আলোচনায় এসেছেন সিয়াম নাসির। আবার কিছু কিছু নাটকের গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেও আলোচনায় এসেছেন সিয়াম নাসির। এখন বলা যায় পুরোদস্তুর নাটকে ব্যস্ত সিয়াম নাসির। নটর ডেম কলেজে পড়াশোনা করার সময় সিয়াম কলেজের নাট্যদলের সাথে সম্পৃক্ত ছিলেন। আবার কিছু দিন ‘লোকনাট্য দল’-এর সাথেও সম্পৃক্ত ছিলেন তিনি। আজিমপুরের বড় ভাই আনোয়ারের হাত ধরেই প্রথম আদনান আল রাজীবের নির্দেশনায় ‘রবি দেশপ্রেমিক’ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। আশফাক নিপুণের নির্দেশনায় প্রথম ‘মুখ ও মুখোশ’ নাটকে অভিনয় করেন তিনি। পরে মাবরুর রশীদ বান্নাহর ‘নাইন অ্যান্ড হাফ’ নাটকে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ‘প্রিয়তমেষু’, ‘ব্যাক বেঞ্চার’, ‘তোমার পিছু পিছু’, ‘ডাবল এক্সেল’, ‘মোটামুটি প্রেম’, ‘গোলমাল’ ইত্যাদি। সিয়ামের অভিনয় করার সৌভাগ্য হয়েছে বাংলাদেশের সিনেমার সুপারস্টার নায়ক শাকিব খানের সাথে। তপু খানের পরিচালনায় ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় কাজ করার সুযোগ হয়েছে তার। এ দিকে আজ সিয়াম নাসিরের জন্মদিন। জন্মদিনেও তিনি আনিসুর রহমান রাজীবের পরিচালনায় একটি নাটকে অভিনয় করবেন। পাশাপাশি বেশ কয়েকটি দাওয়াতেও অংশগ্রহণ করবেন তিনি।

 


আরো সংবাদ



premium cement
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে ট্রাইব্যুনালে মামলা শিগগিরই : আসামি হতে পারেন হাসিনাও

সকল