দশমবার জাতীয় স্বীকৃতিতে স্ত্রীকে উত্তম গুহর স্যালুট
- বিনোদন প্রতিবেদক
- ৩১ মার্চ ২০২২, ০০:০০
বাংলাদেশের কিংবদন্তি শিল্পী নির্দেশক উত্তম গুহ। গত ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি দশমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন একজন শিল্প নির্দেশক হিসেবে। গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’ সিনেমার শিল্পী নির্দেশক হিসেবে তিনি দশমবারের মতো এই জাতীয় স্বীকৃতি লাভ করেন। এর আগে যতবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি তার স্ত্রী অভিনেত্রী চিত্রলেখা গুহকে তিনি বেশ কয়েকবার এই পুরস্কার উৎসর্গ করেছেন। কিন্তু এবার তিনি এই পুরস্কার যারা তার সাথে সবসময় কাজ করেন তাদেরই উৎসর্গ করার আগ্রহ প্রকাশ করেছেন। ১০ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তিতে স্ত্রীর ভূমিকা প্রসঙ্গে উত্তম গুহ বলেন, ‘আমার স্ত্রী দর্শকের প্রিয় অভিনেত্রী চিত্রলেখা গুহর অনবদ্য ভূমিকা আছে বলেই আমি শিল্প নির্দেশনার কাজটা ভীষণ স্বাচ্ছন্দ্যে করে যেতে পারছি। একজন শিল্পী নির্দেশককে কত টাকা দেয়া হয়, তা মোটামুটি সিনেমা সংশ্লিষ্ট সবাই অবগত আছেন। আমাদের কাজের ক্ষেত্রে একটা ভুল ধারণা প্রচলতি আছে যে, আমি না কি আমার কাজের জন্য অনেক পারিশ্রমিক নেই। এটা কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। যাই হোক, আমার স্ত্রী যদি আমাকে, আমার পরিবারকে অর্থনৈতিক সাপোর্ট না দিত, তাহলে এই শিল্প নিয়ে কাজ করা সম্ভব হতো না। আমার স্ত্রী শিল্পী নির্দেশনার নেপথ্যে আমার অত্যাচার সহ্য না করলে আমার এত বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি ঘটত না। তার বিরাট সহযোগিতাকে, আমার কাজটির প্রতি ভীষণ শ্রদ্ধাকে, সর্বোপরি আমার হয়ে আমার পরিবারকে সহযোগিতা করার জন্য তাকে স্যালুট জানাই।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা