২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গেরিলা যোদ্ধারূপে অপূর্বর শ্রদ্ধাঞ্জলি

-

অভিনয় জীবনের চলার পথে নানা ধরনের গল্পে এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব প্রতিনিয়তই নিজেকে ভাঙছেন। তার কাছে আসা পছন্দ হওয়া প্রত্যেকটি নাটক টেলিফিল্মের গল্প নিয়ে তিনি কাহিনীকার, পরিচালকের সাথে বসে তার সঠিক রূপটি দাঁড় করানোর চেষ্টা করেন। যে নাটকেই অপূর্ব শুটিং করেন তাতে পুরোপুরি ইনভলভড হয়েই তিনি কাজ করেন। এর আগেও অপূর্ব মুক্তিযুদ্ধের গল্পের নাটকে অভিনয় করেছেন। কিন্তু এবার যেন বিগত দিনের সব মুক্তিযুদ্ধের গল্পের নাটকের চেয়ে অনেকটাই ব্যতিক্রমধর্মী একটি চরিত্রে তিনি অভিনয় করেছেন। ইসতিয়াক অয়নের চিত্রনাট্যে সঞ্জয় সমদ্দারের পরিচালনায় মুক্তিযুদ্ধের সময় শহীদ গেরিলা যোদ্ধা আজাদের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। নাটকের নাম ‘নিহত নক্ষত্র’। অপূর্বর ভাষ্যমতে, গেরিলা যোদ্ধা আজাদের কথা সবাই জানেন। গল্পে এক শ^াসরুদ্ধকর কাহিনীই তুলে ধরা হয়েছে। মূলত মা ও ছেলের গল্পই এতে তুলে ধরা হয়েছে। ত্রিপুরার মেলাঘর থেকে আগস্টের প্রথম সপ্তাহে দলটি পূর্ব পাকিস্তানে ঢোকে। দলের নাম ক্র্যাক প্লাটুন। তাদের মূল পরিকল্পনা ছিল ২ নং সেক্টরের অন্তর্ভূক্ত সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন উড়িয়ে দেয়া। তবে দুর্ভাগ্যক্রমে এ অপারেশনের প্রস্তুতকালীন সময়ে রাজাকারদের তথ্যের ভিত্তিতে পাকিস্তানি মিলিটারিরা দলটির অর্ধেক সদস্যদের ধরে ফেলতে সক্ষম হয়। রমনার এমপি হোস্টেলের কনসেন্ট্রেশন ক্যাম্পে তাদের ওপর করা হয়া অমানবিক নির্যাতন। ঘটতে থাকে আরো নানান ঘটনা। এমন গল্পের নাটক ‘নিহত নক্ষত্র’। অপূর্ব বলেন, ‘নিহত নক্ষত্র আমাদের মহান মুক্তিযুদ্ধে মা ও ছেলের ত্যাগের গল্প। গেরিলা যোদ্ধা আজাদের চরিত্রে অভিনয় করতে পেরে সত্যিই আমি নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছি। জানি না, আমি আমার চরিত্রটি কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি। তবে এটা সত্যি, এ চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কষ্ট করেছি, শ্রম দিয়েছি। সঞ্জয় সমদ্দারের আন্তরিক চেষ্টা তো ছিলই। পুরো ইউনিট মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছে। আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন শ্রদ্ধেয় মনিরা মিঠু। তার সাথে অভিনয় দর্শক পিনপতন নীরবতার মধ্য দিয়েই উপভোগ করবেন, এটা আমার বিশ^াস। আমি চাই নাটকটি সব শ্রেণীর দর্শক দেখুক। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এ স্বাধীন বাংলা।’ আজ রাত ৮টায় ‘নিহত নক্ষত্র’ নাটকটি আরটিভিতে প্রচার হবে। নির্মাতা সঞ্জয় সমাদ্দার বলেন, “মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ‘নিহত নক্ষত্র’। নাটকের সীমাবদ্ধতায় এসব মহান আখ্যান তুলে ধরা কতটা কঠিন। কিন্তু সীমাবদ্ধতাকে অজুহাত করতে চাইনি। দুই দিন রাতে সবাই সর্বোচ্চ পরিশ্রম করেছি। আমরা ভবিষ্যতে বড় পরিসরে এসব কিংবদন্তির গল্প বলতে চাই। আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা কামনা করি। ‘নিহত নক্ষত্র’ই হোক সেই প্রথম অনুপ্রেরণা।”


আরো সংবাদ



premium cement
মধ্য গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ১৭ পাকিস্তানে প্রতিবাদের খবর দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের

সকল