২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্বাধীনতা দিবসের বিশেষ নাটক ‘ফুলবানু

-

স্বাধীনতা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ফুলবানু’। নাটকটি রচনা করেছেন নবীন হোসেন, পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন। নাটকটি আজ রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে। ফুলবানু, নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ‘ফুলবানু ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। তার বাবা মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সদস্য ছিল। ফুলবানু ছিল খুব স্বাধীনচেতা। তার প্রেমিক ছিল খোকন, যে চরিত্রটিতে আমি অভিনয় করেছি। ফুলবানু খোকনকে অনুপ্রেরণা দেয়, সাহস দেয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য। কারণ ফুলবানু চায় দেশ স্বাধীন হোক। একসময় ফুলবানুকে পাক হানাদার বাহিনী ধরে নিয়ে যায়। এদিকে পাক হানাদার বাহিনীর কাছে ফুলবানুর বাবা যেহেতু অন্য মেয়েদর তুলে দিত, তারাই একসময় প্রতিবাদী হয়ে ফুলবানুর বাবাকে মেরে ফেলে। একসময় ফুলবানু ফিরে আসে। খোকন তাকে বলে তুমিই তো আসল মুক্তিযোদ্ধা। তাকে সম্মানের মধ্য দিয়েই নাটকটির গল্প শেষ হয়। আমার কাছে গল্পটা ভালো লেগেছে। কাজটি করেও ভীষণ ভালো লেগেছে।’ রিক্তার অভিনয় প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ‘যেহেতু এটি একটি পিরিয়ডিক্যাল গল্পের নাটক। সে কারণে আর্ট ডিরেকশনটা একটু ভালো হওয়া জরুরি ছিল, কস্টিউমের দিকে আরো একটু মনোযোগ দেয়া দরকার ছিল। রিক্তা ফুলবানু চরিত্রে এককথায় চমৎকার অভিনয় করেছে।’ ফারজানা রিক্তা বলেন, ‘একজন শিল্পীকে যখন নাম ভূমিকায় অভিনয় করতে হয় তখন সে ক্ষেত্রে শিল্পীর চ্যালেঞ্জ অনেক গুণে বেড়ে যায়। ফুলবানু চরিত্রটিতে ঘিরেই মূলত মুক্তিযুদ্ধভিত্তিক এ নাটকের গল্প এগিয়ে যায়। ধন্যবাদ পরিচালককে আমাকে এমন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেয়ার জন্য। আমি চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। মিজান ভাই নিঃসন্দেহে একজন গুণী শিল্পী।


আরো সংবাদ



premium cement
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে ট্রাইব্যুনালে মামলা শিগগিরই : আসামি হতে পারেন হাসিনাও

সকল