ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ পদকে ভূষিত হচ্ছেন তারিন
- বিনোদন প্রতিবেদক
- ২৪ মার্চ ২০২২, ০০:০৮
দেশবরেণ্য নন্দিত অভিনেত্রী তারিন জাহান ছোটবেলা থেকেই রাষ্ট্রীয় বিভিন্ন পুরস্কারসহ দেশের বিভিন্ন সংগঠন কর্তৃক নানান পুরস্কারে ভূষিত হয়ে আসছেন। গেলো নারী দিবসেও তিনি দু’টি ভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তবে আগামী ৩১ মার্চ তিনি যে পদকে ভূষিত হতে যাচ্ছেন, এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদক। একজন শিল্পীর জন্য এটি অনেক সম্মানের, গর্বের। আগামী ৩১ মার্চ সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার ‘গুণীজন সংবর্ধনা পরিষদ’ আয়োজিত ভাষাসৈনিক, সমাজকর্মী, আইনজীবী, রাজনীতিবিদ ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত পদক ২০২২’-এ ভূষিত হতে যাচ্ছেন তারিন জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার গুণীজন সংবর্ধনা পরিষদের প্রধান উপদেষ্টা ও পৃষ্টপোষক ডা: আশীষ কুমার চক্রবর্তী। তিনি জানান, এই পরিষদের সভাপতি আবুল বাসেদ, সাধারণ সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য আরমা দত্ত, তিনি শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডা: আশীষ কুমার চক্রবর্তী। ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাষা চত্বরে (ইন্ডাস্ট্রিয়াল স্কুল মাঠ) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভাষাসৈনিক ‘শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত’ পদকপ্রাপ্তি প্রসঙ্গে তারিন জাহান বলেন,‘যেকোনো পুরস্কারই সম্মানের, আনন্দের। কারণ এটি আমার কাজের স্বীকৃতি। যখনই আমি কোনো পুরস্কার পেয়েছি, কাজের প্রতি আমার দায়বদ্ধতা বাড়িয়েছে। আমি সে পুরস্কার ভীষণ বিনয়ের সাথে গ্রহণ করেছি। বিশেষ দিনগুলোতে বিশেষ কোনো ব্যক্তির শ্রদ্ধায় পদকে ভূষিত হওয়া আমার জন্য ভীষণ সম্মানের, গর্বের এবং আনন্দের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম মাসের শেষ দিনে আমি শ্রদ্ধেয় ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত পদকে ভূষিত হতে যাচ্ছি, এটা সত্যিই আমার জন্য এক অন্যরকম প্রাপ্তি-অর্জন এবং ভীষণ গর্বের-আনন্দের। আমি এর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এ কারণেই যে তারা আমাকে যোগ্য মনে করে নির্বাচিত করেছেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা