২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তৃতীয়বারের মতো ফেরদৌস-পূর্ণিমা

-

গতকাল সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রতে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ কারা হয়েছে। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণের সাংস্কৃতিক পর্বের উপস্থাপনা করেছেন উপস্থাপনাতেও জুটি হয়ে ওঠা সিনেমার জুটি ফেরদৌস-পূর্ণিমা। এরই মধ্যে তারা দু’জন বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে শিল্পীদের মহড়ায় অংশ নেয়ার পাশাপাশি তারা দু’জনও অংশ নিয়েছেন গেলো সোমবার। আবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থাপনা করা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘এই নিয়ে আমি ষষ্ঠবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থাপনা করছি। যথারীতি আমার সাথে আমার বন্ধু, আমার সহশিল্পী, সহকর্মী পূর্ণিমাও আছে। আমরা দু’জন এরই মধ্যে মহড়ায় অংশ নিয়েছি। আমাদের দু’জনের মধ্যে অভিনয় করার বিষয়ে যেমন ভালো বোঝাপড়া আছে। ঠিক তেমনি দীর্ঘদিন ধরে উপস্থাপনা করতে করতেও এই বিষয়েও আমাদের মধ্যে চমৎকার বোঝাপড়া হয়েগেছে। আমরা ঢাকা ঢাকার বাইরেও বড় বড় শোগুলোতে উপস্থাপনা করি। উপস্থাপনাও যে অনেক বড় একটা শিল্প তা এখন আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি। সবচেয়ে বড় কথা হলো উপস্থাপনা করতে হলে বিষদ জ্ঞানের প্রয়োজন। কারণ একটি অনুষ্ঠানের পুরো নিয়ন্ত্রণ থাকে যারা উপস্থাপনা করেন। তাদের প্রত্যেকটি কথা ভীষণ গুরুত্বপূর্ণ, মূল্যবান। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ জাতীয় চলচ্চিত্র পুরস্কতার বিতরণ কমিটিসহ মাননীয় তথ্যমন্ত্রীকে।’ পূর্ণিমা বলেন,‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই নিয়ে আমার চতুর্থবার উপস্থাপনা করা। একবার শুধু চঞ্চল চৌধুরীর সাথে উপস্থাপনা করেছিলাম। বাকি তিনবারই ফেরদৌসের সাথে। যেহেতু ফেরদৌস আমার খুব ভালো বন্ধু, তাই তার সাথে উপস্থাপনা করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আর রাষ্ট্রীয় অনুষ্ঠানের উপস্থাপনা করার মধ্যে ভীষণ ভালোলাগাও কাজ করে।


আরো সংবাদ



premium cement
পাকিস্তানে প্রতিবাদের খবর দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে

সকল