২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অ্যাওয়ার্ড আমাকে বিস্মিত করেছে - জয়া

অ্যাওয়ার্ড আমাকে বিস্মিত করেছে - জয়া -

অন্য রকম একটা সময় কাটাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের। ‘বৃহস্পতি তুঙ্গে’যাকে বলে। বিনিসুতোয় ছবির জন্য তৃতীয়বারের মতো জয়া ফিল্মফেয়ার বাংলার পুস্কার পেয়েছেন তিনি। তবে এই প্রাপ্তি অন্য কারণে স্মরণীয় জয়ার কাছে। কারণ সারা দেশ যখন জাতীয় শিশু দিবস অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন নিয়ে ব্যস্ত সেই সময়ে ভারতের কলকাতায় জয়া আহসান বাংলাদেশের জন্য আরো একটি আন্তর্জাতিক সম্মাননা বয়ে নিয়ে এলেন। সে দিন রাতে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ভারতের সম্মানজনক ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২১’র আসরে ঘোষিত হলো ২০২১ সালের সেরা অভিনেত্রীর (জনপ্রিয় বিভাগ) নাম। তিনি জয়া আহসান। তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ভারতের সম্মানজনক ফিল্মফেয়ার আসর থেকে সম্মাননা লাভ করলেন বাংলাদেশের গর্ব নন্দিত নায়িকা জয়া আহসান। অতনু ঘোষ পরিচালিত ‘বিনোসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড-এ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মাননা প্রাপ্তিতে হ্যাটট্রিক করলেন। জয়া আহসান মুঠোফোনে কলকাতা থেকে জানান, তিনি তখন ‘অবশ্যই অনেক অনেক ভালো লাগছে। কারণ আমি প্রত্যাশাই করিনি যে জনপ্রিয় বিভাগে এবারও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়ে যাবো। ক্রিটিকস ক্যাটাগরিতে একবার পেয়েছি, পপুলার ক্যাটাগরিতেও একবার পেয়েছি। এবারও পেলাম। নিশ্চয়ই ভীষণ খুশি। কারণ একই সম্মানা এবারও প্রাপ্তিতে হ্যাটট্রিক হয়ে গেলো। আমি বিহারের ঝারখণ্ডে ছিলাম। সেখানে আমি কালান্তর সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। পুরস্কার বিতরণীর দিনে আমি ট্রেনে করে ভেনুতে পৌঁছি। তারপর চূড়ান্ত পর্যায়ে আমার নাম ঘোষণার পর আমি সত্যিই ভীষণ আনন্দিত হয়ে পড়ি। দেশের কথা, দেশের মানুষের কথা তখন ভীষণভাবে মনে পড়ছিল। এই মুহূর্তে পরিবারের সবাইকে ভীষণ মিস করছি। ধন্যবাদ ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে, ধন্যবাদ বিনোসুতোয় পরিচালকসহ পুরো ইউনিটকে। অবশ্যই দর্শকের প্রতিও অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা।’ এর আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমার জন্য এবং ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য ‘ফিল্মফেয়ার’-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন জয়া আহসান। ২০১৭ সালে অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ এবং ২০১৪ সালে ‘আবর্ত’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছিলেন। জয়া আহসান বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন চারবার। ২০১১ সালে ‘গেরিলা’তে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। পরবর্তীতে ২০১২ সালে ‘চোরাবালি’, ২০১৫ সালে ‘জিরো ডিগ্রী’ ও ১০১৮ সালে ‘দেবী’ সিনেমার জন্য তিনি এই সম্মাননা লাভ করেন। চলতি বছরের শুরুতে জয়া আহসান ‘জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) জন্য ২০২২ সালের শুভেচ্ছা দূত হিসেবে কাজ শুরু করেছেন। আবার গেলো বছরে তিনি ‘প্রাণবিক বন্ধু’ সম্মাননাতেও ভূষিত হয়েছিলেন। আপাতত জয়া আহসান সৌকর্য ঘোষাল পরিচালিত ‘কালান্তর’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এই সিনেমায় একজন বিপ্লবীর ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে।

 


আরো সংবাদ



premium cement
১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে ট্রাইব্যুনালে মামলা শিগগিরই : আসামি হতে পারেন হাসিনাও দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এখন গড়ার পালা : তারেক রহমান

সকল