২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জনপ্রিয় হয়ে উঠছে তানিয়া বৃষ্টি-আরশ খান জুটি

জনপ্রিয় হয়ে উঠছে তানিয়া বৃষ্টি-আরশ খান জুটি -

সাম্প্রতিক সময়ে দর্শকের কাছে ‘লাভ টর্চার’,‘ লণ্ড্রী বয়’,
‘অভিমানী তুমি ঘাড়ত্যাড়া আমি’ এই নাটকগুলো বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। এই নাটকগুলোতে জুটি হয়ে দর্শকের কাছেও বলা যায় চমৎকার গ্রহণযোগ্যতা পেয়েছেন নাটকের প্রিয় মুখ তানিয়া বৃষ্টি ও নতুনদের মধ্যে অল্প সময়ে আলোচনায় চলে আসা আরশ খান। দর্শকের মধ্যে যেমন এই জুটির প্রতি প্রবল আগ্রহের সৃষ্টি হয়েছে নতুন নাটক দেখার ঠিক তেমনি টিভি চ্যানেল, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষদেরও এই জুটিকে নিয়ে কাজ করার ব্যাপারে পরিচালকদের বিশেষভাবে বলছেন। যে কারণে তানিয়া বৃষ্টি ও আরশ খান জুটি এরই মধ্যে অনেকগুলো নাটকে একসঙ্গে কাজ করে ফেলেছেন। সকাল আহমেদের ‘ছেলে মানুষী’, ‘প্রেমের দাবী’, ‘জুলফিকার ইসলাম শিশিরের ‘ছেলে ধরা’ ও ‘চিংকি না মিংকি’, সেতু আরিফের ‘তুমি কিছু একটা করো’, ‘নিকুল কুমার মণ্ডলের ‘ফ্যান’, ‘আশালতা’ এবং মিফতাহ আনানের নাম ঠিক না হওয়া একটি ধারাবাহিক নাটক। মাত্র কয়েকটি নাটকে অভিনয় করেই তানিয়া বৃষ্টি ও আরশ খান জুটি হিসেবে যতটুকু জনপ্রিয় হয়ে উঠেছেন, কাজ শেষ করা নাটকগুলো প্রচারে এলে তাদের ব্যস্ততা যে আরো বেড়ে যাবে এবং নাটকগুলোর রেসপন্সও যদি খুব ভালো হয় তাহলে জুটি হিসেবেও অনন্য হয়ে উঠবে তানিয়া বৃষ্টি-আরশ খান জুটি। কাজ করতে করতেই নীরবে জুটি হয়ে উঠছেন। বিষয়টি কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘সত্যি বলতে কি আমার দীর্ঘদিনের অভিনয় জীবনে কারো সঙ্গেই আসলে জুটি হয়ে উঠা হয়নি। কিন্তু আরশের সঙ্গে কয়েকটি নাটক প্রচারের পর আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি, এমন কী প্রতিনিয়তই পাচ্ছি আমি। দর্শকের আগ্রহ বাড়ছে আমাদের জুটিতে। চ্যানেল থেকে শুরু করে নির্মাতাদেরও আগ্রহ বাড়ছে। এটা সত্যিই অনেক ভালোলাগার, আনন্দের।


আরো সংবাদ



premium cement
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল উগান্ডায় ভূমিধসে ৪০ বাড়ি চাপা, নিহত ১৫ দেশে বিশৃঙ্খলার পেছনে রয়েছে ইন্ধনদাতারা জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জামায়াত আমিরের দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করতে না পারলে কিসের বিপ্লব, প্রশ্ন দেবপ্রিয়ের নৈরাজ্য সৃষ্টি জাতিকে বিপর্যয়ে ঠেলে দেবে গাজায় যুদ্ধবিরতির নতুন উদ্যোগ নেবে যুক্তরাষ্ট্র জনগণ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখে দিয়েছে ট্রাইব্যুনালে মামলা শিগগিরই : আসামি হতে পারেন হাসিনাও

সকল