২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অভিনয়ের সুবর্ণজয়ন্তীতে কাজী আসাদ

-

অভিনয়ের সুবর্ণজয়ন্তীতে কাজী আসাদ।
কাজী আসাদ, একাধারে একজন নাট্যকার, একজন সাহিত্যিক, একজন অভিনেতা এবং একজন নাট্যনির্দেশক। অভিনয়ের দুনিয়ায় কাজী আসাদ সুবর্ণজয়ন্তী পূর্ণ করেছেন বলা যায়। ১৯৭২ সালে সি গ্রেডের একজন শিল্পী হিসেবে বিটিভিতে তালিকাভুক্ত হন তিনি। সেই বছরেই তিনি সৈয়দ সিদ্দিক হোসেনের প্রযোজনায় ‘সেইম সাইড’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে নাটকের দুনিয়ায় তার যাত্রা শুরু হয়। সেই নাটকে প্রয়াত খল-অভিনেতা বাবরসহ আরো অনেকে অভিনয় করেছিলেন। টিভিতে তার প্রথম অভিনীত সাপ্তাহিক নাটক ‘সন্ধান’। মঞ্চে কাজী আসাদের শুরুটা অভিনেতা আনসারের হাত ধরে প্রতিষ্ঠিত নাট্যদল ‘রঙ্গরূপ’-এ অভিনয়ের মধ্যদিয়ে। এই দলের হয়ে দেশের নানান অঞ্চলে নাটক মঞ্চস্থ করতেন তারা। কিন্তু একসময় অভিনেতা আনসারের মৃত্যুর কারণে দলটি আর সামনের দিকে আগায়নি। এরপর কাজী আসাদ থিয়েটার তোপখানার সাথে সম্পৃক্ত হলেন। আজও আছেন এই দলেই। এই দলের হয়ে ‘তোতারাম’, ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘যুদ্ধ এবং যুদ্ধ’সহ আরো বেশ ক’টি নাটকে অভিনয় করেছেন কাজী আসাদ। কাজী আসাদের ভাষ্যমতে, অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আইন আদালত’, ‘জীবনের আলো’ অনুষ্ঠানের নাটিকা পর্বের নাট্যকার ছিলেন তিনি। অভিনয়ও করতেন। আবার শিশু-কিশোরদের অনুষ্ঠান ‘কাঠের মানুষ ভণ্ডুল’এ অভিনয় করতেন তিনি এবং নায়ক সাত্তার। সেই সময় অনেক জনপ্রিয় সাপ্তাহিক নাটকেও অভিনয় করেছেন তিনি। তার ভাষ্যমতে লেখা ‘সিঁড়ি ঘর’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে টিভি নাটকে খালেদ খানের অভিষেক হয়। বিটিভিতে প্রচারিত প্রথম ডিটেকটিভ নাটক ‘প্রচ্ছায়া’ তারই লেখা। এতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন আফজাল হোসেন। মঞ্চে অনেক নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। তবে টিভি নাটক নির্দেশনা দেয়া হয়নি তার। কিন্তু চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৭৬ সালের ৩০ এপ্রিল মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘কী যে করি’ সিনেমাটির নামকরণ কাজী আসাদের। এতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। পরবর্তীতে ১৯৭৮ সালের ২১ এপ্রিল মুক্তিপ্রাপ্ত ইউসুফ জহিরের ‘অচেনা অতিথি’ সিনেমাতেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ‘কী যে করি’সহ আরো পাঁচ ছয়টি সিনেমাতে অভিনয়ও করেছেন কাজী আসাদ। বর্তমানে বেতারে তিনি নিয়মিত অভিনয় করছেন। বেতারের জন্য নাটক রচনা করছেন, অভিনয়ও করছেন। বেতারে সর্বশেষ তিনি ‘শেষ কথা’ নাটকে অভিনয় করেছেন। তবে টিভি নাটকে সর্বশেষ তিনি অভিনয় করেছেন আজ থেকে এক দশক আগে।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ‘মা, আমার এখন কি হবে’? আতংকিত এ প্রশ্ন আহত জিল্লুরের ভারতে ব্যাটিং করার মাঝেই মৃত্যু ক্রিকেটারের লেবাননে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, গুলিবর্ষণ ইসরাইলের মধ্য গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ১৭ পাকিস্তানে প্রতিবাদের খবর দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল

সকল