২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অপূর্ব ভাইয়ার কাছ থেকে অনেক কিছু শিখি : মেহজাবীন

-

টিভি নাটকের এই সময়ের রাজপুত্তুর হিসেবে যাকে আখ্যায়িত করা হয় তিনি জিয়াউল ফারুক অপূর্ব। দেড় দশকেরও বেশি সময় ধরে দর্শকের কাছে প্রিয় থেকে আরো বেশি প্রিয়তে রূপান্তরিত হচ্ছেন। একের পর এক ভালো ভালো গল্পের নাটকে যিনি অপ্রতিদ্বন্দ্বী একজন অভিনেতায় রূপান্তরিত হয়েছেন, তিনি অপূর্ব। নানান চড়াই উতরাই পেরিয়েও তিনি দর্শকের পছন্দের শীর্ষ অভিনেতা। কারণ অভিনয়ের প্রতি, তার পেশার প্রতি তিনি শতভাগ সৎ। অন্য দিকে দীর্ঘ এক যুগের অভিনয়ের পথচলায় মেহজাবীন চৌধুরীও অভিনয়ে অপ্রতিদ্বন্দ্বী একজন হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখনো তার বিকল্প কেউ তৈরি হতে পারেননি। যে গল্পে অপূর্ব মেহজাবীনকে প্রয়োজন, সেই গল্পে তাদের বিকল্প কাউকেই ভাবতে চান না প্রযোজক পরিচালক। ঠিক তেমনি এক গল্পের নাটক ‘উড়ো প্রেম’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন মহিদুল মহিম। চিত্রনাট্য করেছেন সোহাইল রহমান ও খন্দকার মেহেদী হাসান। এরই মধ্যে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। নাটকটিতে অভিনয় করা প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘আমেরিকা থেকে ফিরে এসে কয়েক দিন নিজের মতো করে সময় কাটিয়ে আবারো আমার পেশাগত কাজে ফেরা হলো, আলহামদুলিল্লাহ। উড়ো প্রেম নাটকটি হালকা ধাঁচের কমেডি ঘরানার নাটক। সংলাপগুলো খুব চমৎকার। যথারীতি দর্শকের ভালোলাগবে-এটা প্রত্যাশাতো আছেই। আর আামার সহশিল্পী মেহজাবীনকে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই, মেহজাবীন ভালো অভিনয় করে, ভীষণ ডেডিকেটেড শিল্পী। কাজের ব্যাপারে সবসময়ই ভীষণ সিরিয়াস।’ মেহজাবীন চৌধুরী বলেন,‘দর্শক যারা নিয়মিত নাটক দেখেন তাদের উদ্দেশ করে বলছি, অনেক দর্শকের ইচ্ছে করে দিন শেষে একটি সুন্দর-মিষ্টি গল্পের নাটক দেখে ঘুমাই। তো এটা আসলে সেই ধরনের গল্পেরই নাটক। অপূর্ব ভাইয়ার সাথে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই ভীষণ ভালো। আমি সবসময়ই বলি তিনি একজন ব্রিলিয়ান্ট অ্যাক্টর। গল্পের মধ্যে থেকেই অভিনয়ে তার কিছু ইমপ্রোভাইজেন থাকে, সেগুলো অনেক ভালো হয়। তার কাছ থেকে প্রতিনিয়তই আমি অনেক কিছু শিখি। অন্য দিকে মহিদুল মহিম ভীষণ পরিশ্রমী একজন পরিচালক। তার নিজস্ব একটি ধরন তৈরি হয়েছে। খুব চমৎকার ছন্দ দিয়ে সংলাপ লিখতে পারেন তিনি। এটা দর্শককে নাটক দেখতে আগ্রহী করে তুলে।’ নির্মাতা মহিদুল মহিম জানান অপূর্ব-মেহজাবীনের এ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হচ্ছে।


আরো সংবাদ



premium cement

সকল