২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অভিনেত্রী হতে চান লাবণ্য বিন্দু

-

লাবণ্য বিন্দু, এই প্রজন্মের দর্শকপ্রিয় মডেল। বিজ্ঞাপনের দুনিয়ায় লাবণ্য বিন্দুর মডেল হিসেবে বেশ চাহিদা রয়েছে। কিন্তু তার প্রবল আগ্রহ একজন অভিনেত্রী হওয়ার। কিন্তু পারেন না অভিনয়ে মনোযোগ দিতে। কী কারণ? প্রশ্ন রাখতেই লাবণ্য বিন্দু বলেন,‘আমার খুব ইচ্ছে ছিল আমি একজন ভালো অভিনেত্রী হবো। কিন্তু বিজ্ঞাপনে কাজ করা নিয়ে আমাকে এত বেশি ব্যস্ত থাকতে হয়, আগেই শিডিউল দেয়া থাকে, যে কারণে আমি আর নাটকে অভিনয়ের জন্য আলাদাভাবে সময় হুট করে বের করতে পারি না। তাই নাটকে অভিনয় করা হয়ে ওঠে না। তবে আমি ভীষণভাবে শুকরিয়া আদায় করি যে, আমি বিজ্ঞাপনে বেশ ভালো ব্যস্ত আছি। সবসময় বিজ্ঞাপনের কাজেই আমাকে ব্যস্ত থাকতে হয়। আল্লাহ হয়তো আমার জন্য এটাই ভাগ্যে নির্ধারণ করে রেখেছেন। তবে আমার প্রবল ইচ্ছে, আমি যেন অভিনয়টা করতে পারি। কারণ অভিনয় করতে আমার ভীষণ ভালোলাগে।’ ২০১২ সালে বিপ্লব সাহা আয়োজিত ‘সারদ সাজে রঙ-এর দিদি’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লাবণ্য বিন্দু। তবে তার আসল নাম শাহনাজ পারভীন লাবনী। কিন্তু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর বিউটি এক্সপার্ট কানিজ আলমাস খান তার নাম পরিবর্তন করে মিডিয়ার জন্য রাখেন লাবণ্য বিন্দু। এই নামেই এখন পরিচিত তিনি। তবে লাবণ্য নামটি তার বেশি ভালোলাগে না, কারণ মিডিয়াতে লাবণ্যের ছড়াছড়ি। বিন্দু নামটি তার ডাক নাম, পরিবারের সবাই ডাকে। বিন্দু জানান প্রথম তিনি রবির বিলবোর্ডে মডেল হন। প্রথম তিনি আনজাম মাসুদের পরিচালনায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানের চেয়ারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এখন পর্যন্ত তিনি আশিটিরও বেশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ‘মা, আমার এখন কি হবে’? আতংকিত এ প্রশ্ন আহত জিল্লুরের ভারতে ব্যাটিং করার মাঝেই মৃত্যু ক্রিকেটারের লেবাননে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, গুলিবর্ষণ ইসরাইলের মধ্য গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ১৭ পাকিস্তানে প্রতিবাদের খবর দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল

সকল