২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বঙ্গবন্ধুর জন্মদিনে ‘সোনার বাংলাদেশ’

বঙ্গবন্ধুর জন্মদিনে ‘সোনার বাংলাদেশ’ -

আগামী ১৭ মার্চ বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের ১৭ মার্চ তিনি জন্মগ্রহন করেন। তার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান নির্বাহী/প্রোগ্রাম ম্যানেজার মাহবুবা ফেরদৌসের পরিকল্পনায় ও প্রযোজনায় বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী জানাতে নির্মিত হয়েছে বিশেষ গান ‘সোনার বাংলাদেশ’। গানটি লিখেছেন আসিফ ইকবাল। গানটির সুর সঙ্গীত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন। গত কয়েকদিন ধরে এই গানের জন্য ভয়েজ দিচ্ছিলেন আঁখি আলমগীর, হৈমন্তী রক্ষিত, দিলশাদ নাহার কনা, রাজীব, সানিয়া সুলতানা লিজা, অপু আমান, পুলক, কোনাল। একই গানে শওকত আলী ইমন নিজেও কণ্ঠ দিয়েছেন। গানটির মিউজিক অ্যারেঞ্জম্যান্টের কাজ শেষে গত ১৩ মার্চ বিটিভিতে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়। মাহবুবা ফেরদৌসের পরিকল্পনাতেই গানটির মিউজিক ভিডিওতে শিল্পীরা ভীষণ আন্তরিকতা নিয়ে অংশগ্রহণ করেন। কারণ এটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে নির্মিত গান। ১৩ মার্চ বিকেলে গানটির মিউজিক ভিডিও নির্মাণে শিল্পীরা বেশ স্বতঃস্ফূর্ততা নিয়ে অংশগ্রহণ করেন। মাহবুবা ফেরদৌস বলেন,‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সোনার বাংলাদেশ গানটিতে তার কথাই উঠে এসেছে। গানটির কথা শুনলেই শ্রোতা দর্শকেরা বঙ্গবন্ধুকে অনুভব করতে পারবেন। শিল্পীদের প্রতি সবসময়ই কৃতজ্ঞতা বা আন্তরিকতা প্রকাশ করি, কারণ তারা একটি গানের জন্য অনেক সময় দেন, শ্রম দেন। সোনার বাংলাদেশ গানটিও বাংলাদেশের জন্য তথা এই জাতির জন্য একটি দলিল হয়ে থাকবে। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, গীতিকার আসিফ ইকবাল, গানটির সুরকার-সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনসহ সব শিল্পীর। সবার আন্তরিক অংশগ্রহণেই এত চমৎকার একটি গানের সৃষ্টি হয়েছে।’ গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেধাবী সুরকার-সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন বলেন,‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই গানটি করার সুযোগ পেয়ে সত্যিই আমি ভীষণ আনন্দিত, গর্বিত। বাংলাদেশ টেলিভিশনের অ্যারেঞ্জম্যান্ট অন্যান্য চ্যানেলে থেকে স্বাভাবিকভাবেই বিশালাকার হয়ে থাকে। এই গানের ক্ষেত্রেই ঠিক তাই হয়েছে।

 


আরো সংবাদ



premium cement

সকল