চরিত্রটি ভীষণ প্রতিবাদী : ভাবনা
- আলমগীর কবির
- ১৪ মার্চ ২০২২, ০০:০০
নাটকের নন্দিত অভিনেত্রী যাকে অনেকেই জাত অভিনেত্রী হিসেবেও বিশেষায়িত করেন তিনি আশনা হাবিব ভাবনা। গল্প নির্বাচন এবং চরিত্র নির্বাচনে যিনি ভীষণ চুজি। অবশ্য তার কাজগুলোই যেন তার এই আদর্শের নিদর্শন।
ভাবনা নিজেকে অভিনয়ে আরো পারদর্শী করে তুলতে এবং পরিচালনাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে নিজের জ্ঞানের পরিধিকে আরো বাড়াতে এরই মধ্যে সৈয়দ জামিল আহমেদর প্রতিষ্ঠান ‘স্পর্ধা-’ ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভতে তিন মাসের ওয়ার্কশপ শুরু করেছেন। কয়েকটি ক্লাসেও অংশ নিয়েছেন তিনি। অভিনয়ের আদর্শে থেকে তিনি এরই মধ্যে ‘আদম সুরত’ নামের একটি টেলিফিল্মের কাজ শেষ করেছেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের একটি গল্প নিয়ে সৈয়দ মহিবুর রহমানের রচনায় ও জুয়েল রানার পরিচালনায় নির্মিত স্বাধীনতা দিবসের বিশেষ টেলিফিল্ম এটি। গতকাল টেলিফিল্মটির নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানান ভাবনা। টেলিফিল্মটিতে কাজ করা প্রসঙ্গে মুঠোফোনে ভাবনা তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আদম সুরত টেলিফিল্মটির স্ক্রিপ্ট খুব চমৎকার। এই গল্পে আমার চরিত্রের নাম আসমা। আমার বাবা থাকেন একজন ভিন্নমতের ব্যক্তি। তো একটি পরিবারে বাবা যখন এমন হন, তখন আশপাশের অন্যান্য পরিবারের সাথে কেমন পরিস্থিতির সৃষ্টি হয় তা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আসমা অর্থাৎ আমার চরিত্রটি ভীষণ প্রতিবাদী একটি চরিত্র। কাজটি ভীষণ ভালোলাগা নিয়ে করেছি। মূলকথা আমি যে ধরনের চরিত্রে কাজ করতে চাই, একটু ডিফারেন্ট-চ্যালেঞ্জিং আসমা চরিত্রটি তাই। দর্শকের ভালো লাগবে আশা করা যায়।’
আগামী স্বাধীনতা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে টেলিফিল্মটি প্রচার হবে। এদিকে এরই মধ্যে ভাবনা শেষ করেছেন সেতু আরিফের রচনা ও পরিচালনায় ‘বিশুদ্ধ ভালোবাসা’, পান্থ শাহরিয়ারের রচনা ও এস কে শুভর পরিচালনায় ‘প্রশ্নবোধক’ নাটকের কাজ। এদিকে আপাতত কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না ভাবনা। এখন পূর্ণ মনোযোগ তার শুধুমাত্র ভালো গল্পের খণ্ড নাটকে কাজ করা। যে কারণে তার কাছে আসা অনেক খণ্ড নাটকের স্ক্রিপ্ট কাজের ফাঁকে ফাঁকে পড়ছেন এবং যে গল্প ভালো লাগছে তার সেগুলোতে কাজ করছেন তিনি। এদিকে ভাবনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিলো নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুটি’। এতে তার অনবদ্য অভিনয় বেশ প্রশংসিত হয়। এরই মধ্যে ভাবনা শেষ করেছেন আনন জামানের গল্পে ও শুদ্ধমান চৈতনের পরিচালনায় ‘দামপাড়া’ সিনেমার কাজ। এতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা