২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আঁচল-অমির মাইনকার চিপা

-

চিত্রনায়িকা আঁচল একজন নায়িকা হিসেবে দর্শকের কাছে সমাদৃত হলেও একজন নৃত্যশিল্পী হিসেবেও তিনি বেশ পরিচিত। নায়িকা হিসেবে যাত্রা শুরুর আগে একজন নৃত্যশিল্পী হিসেবেই তিনি পরিচিত ছিলেন। নাচে ভীষণ পারদর্শী এই নায়িকা কিছুদিন আগে একটি সংগঠন থেকে নাচে বিশেষ সম্মাননাও পেয়েছেন। যেহেতু আঁচল নাচে পারদর্শী, তাই এবার তাকে ঘিরেই একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে, যেখানে আঁচলকে নৃত্যে পারদর্শী একজন হিসেবেই উপস্থাপন করা হয়েছে। তরুণ সঙ্গীতশিল্পী সৈয়দ অমির নতুন মৌলিক গান ‘মাইনকার চিপা’ গানে আঁচলকে একজন টিকটক কন্যা হিসেবে দেখা যাবে। তারসঙ্গে গানটির মিউজিক ভিডিওতে পারফর্ম করতে দেখা যাবে এই গানেরই গায়ক অমিকে। গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল, সুর করেছেন সৈয়দ অমি, সঙ্গীতায়োজন করেছেন আকাশ সেন। গানটি গেয়েছেন সৈয়দ অমি-একাই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। আগামীকাল ১০ মার্চ গানটি ‘ডিপি মিউজিক স্টেশন’-এ প্রকাশ পাবে। গানটি নিয়ে ভীষণ আশাবাদী আঁচল। আঁচল বলেন,‘ এই গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। কারণ, মূলত এই প্রজন্মের শ্রোতা দর্শকের কথা ভাবনায় রেখেই গানটি এবং গানের মিউজিক ভিডিওটি করা হয়েছে। দর্শক নতুন একটি ধামাকা গান পাবে। টিকটক, লাইকি যারা করে তাদের জন্য বিশেষত ভীষণ উপভোগ্য একটি গান হবে। গানটি অনেক বড় আয়োজনের গান। যদিও আমরা যে টার্গেট করেছিলাম, বৃষ্টিজনিত কারণে সে টার্গেট পূরণ হয়নি। কিন্তু গানটি নির্মাণ শেষে সম্পাদনার পর যা হয়েছে তাতে আমি ভীষণ মুগ্ধ। অমি নিজেও চেষ্টা করেছে গানটি সবদিক দিয়ে পরিপূর্ণ একটি গান হোক যাতে শ্রোতা দর্শকের কাছে সর্বোচ্চ গ্রহণযোগ্যতা পায়। আমি ভীষণ আশাবাদী গানটি নিয়ে।’ আঁচল জানান গানটির কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল। গানটি প্রসঙ্গে সুরকার এবং শিল্পী সৈয়দ অমি বলেন, ‘এটি মূলত খুব ফাস্ট বিটের একটি গান। আমি কখনো নাচ করিনি। কিন্তু আঁচল আমাকে খুব সহযোগিতা করেছে এই গানটিতে আমার নাচের ব্যাপারে। আমার জন্য এটি খুব প্লাস ছিলো, কারণ নিজেকে নতুন করে দেখার সুযোগ হলো আঁচলের কারণে। মূলত ইয়াং জেনারেশনকে টার্গেট করেই এই গানটি করা।’

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ‘মা, আমার এখন কি হবে’? আতংকিত এ প্রশ্ন আহত জিল্লুরের ভারতে ব্যাটিং করার মাঝেই মৃত্যু ক্রিকেটারের লেবাননে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, গুলিবর্ষণ ইসরাইলের মধ্য গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ১৭ পাকিস্তানে প্রতিবাদের খবর দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল

সকল