কুমার শানুর সঙ্গে অধরা, জানালেন অনূভতি
- বিনোদন প্রতিবেদক
- ১৪ মার্চ ২০২২, ০০:০০
অধরা জাহান, এই প্রজন্মের গীতিকার, উপস্থাপিকা, অভিনেত্রী। গীতিকার এবং উপস্থাপিকা-এই দুটো পরিচয় দিতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। একজন অভিনেত্রী হিসেবে পথচলায় আপাতত তার বিরতি রয়েছে। তবে গান লেখা এবং উপস্থাপনা তিনি নিয়মিত চালিয়ে যাচ্ছেন। আর ২০২২ সালটি তার জীবনের জন্য এক অন্যরকম অর্জনের বছর। কারণ এই বছরের একুশে গ্রন্থ মেলায় প্রকাশিত হয়েছে তার জীবনের প্রথম কবিতার বই। বইটির নাম ‘নীল পেয়ালার বিষ’।
একটি ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা থেকে বইটি বাজারে এসেছে। বইমেলার প্রথম দিন থেকেই অধরা জাহান বইটির জন্য বেশ সাড়া পেয়ে আসছেন। তার ভাগ্যটা এতটাই সুপ্রসন্ন যে কোনরকম প্রচারণা ছাড়াই তার বইটি পাঠকরা আগ্রহ নিয়ে ক্রয় করছেন। তিনি যদি স্টলে নবা থাকেন আগ্রহী পাঠকরা স্টলে এসে প্রচ্ছদ দেখে এবং বইয়ের নাম দেখে মুগ্ধ হয়ে বইটি ক্রয় করেন। একজন নতুন কবির জন্য এটা অনেক বড় প্রাপ্তি। তার বইয়ের প্রকাশনা উৎসবে অংশ নিয়েছিলেন একুশে পদকপ্রাপ্ত সুর¯্রষ্টা শেখ সাদী খান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সংস্কৃতিমন্ত্রী কে এম খালিদ, কথা সাহিত্যিক মুহাম্মদ জাফর ইকবাল, গীতিকার শহীদুল্লাহ ফরায়েজীসহ আরো অনেকেই। সবাই তার বই ‘নীল পেয়ালার বিষ’র ভূয়সী প্রশংসা করেন।
তিনি স্টেজ শো উপস্থাপনার পাশাপাশি বিটিভির একটি অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপনা করছেন। গেলো কয়েক বছর ধরে নারী দিবসে তার লেখা গান প্রকাশিত হয়ে আসছে বড় পরিসরে। কিন্তু এবার বইমেলায় সময় দেওয়ার জন্য গেলো নারী দিবসে আর নতুন কোন গান করা হয়ে ওঠেনি। উপস্থাপনাটা ভীষণ উপভোগ করেন তিনি।
এদিকে অধরা জাহান তার জন্মদিনটি নানাভাবে উদযাপন করবেন। তিনি জানান, বইমেলাতেও যাবেন, পাঠকের সাথে জীবনের বিশেষ বছরের বিশেষ এই জন্মদিনে সময় কাটাতে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা