২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাবার লেখা নতুন দুই গান নিয়ে দিঠি

-

উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক, পরিচালক গাজী মাজহারুল আনোয়ারের যোগ্য উত্তরসূরি শ্রোতা নন্দিত সঙ্গীতশিল্পী দিঠি আনোয়ার নতুন দু’টি গান নিয়ে শিগগিরই শ্রোতা-দর্শকের মধ্যে উপস্থিত হচ্ছেন। তার নতুন দু’টি গান লিখেছেন তারই বাবা গাজী মাজহারুল আনোয়ার। গান দু’টির সুর সঙ্গীত করবেন আহমেদ কিসলু। গান দু’টি প্রকাশ পাবে জি-সিরিজের ব্যানারে। এরই মধ্যে গানের আনুষঙ্গিক সব কাজ প্রায় শেষের পথে। নতুন দু’টি গান প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘ আব্বুর গান নিয়ে বিশেষভাবে কথা বলার মতো দৃষ্টতা আমার নেই। কারণ তার লেখা গান এই দেশের মহারথী শিল্পী থেকে শুরু করে এই প্রজন্মের অনেক শিল্পী গেয়েছেন। কারো কারো কাছে আব্বুর লেখা একটি গানই নিজের কণ্ঠে তুলে নিতে পারার মাঝে ভীষণ গৌরবের, ভালোলাগার। আমি তার সন্তান হিসেবে অবশ্যই গর্ববোধ করি। কারণ আমার বাবা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাবাদের একজন। আমি তার সন্তান। বাবার লেখা গান দিয়েই গানের ভুবনে আমার যাত্রা শুরু। আমি নিজেও বাবার লেখা গান বেশি বেশি করতে চাই। কিন্তু সবসময় সেই সুযোগ হয়ে ওঠে না। জি-সিরিজের আগ্রহের কারণেই আব্বুর লেখা নতুন দু’টি গান করতে পারছি। আশাকরি গানগুলো প্রকাশ পেলে শ্রোতা দর্শকের ভীষণ ভালো লাগবে।’

 

 


আরো সংবাদ



premium cement
সরকারের সহযোগিতা ছাড়া নিরপেক্ষ ইসির পক্ষেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : ড. বদিউল ঈশ্বরগঞ্জে টিসিবির উধাও হওয়া সেই ডাল উদ্ধার গণতন্ত্রের জন্য দেয়া রক্তের সাথে বেঈমানি করা যাবে না : নজরুল ইসলাম ময়মনসিংহে কারখানার আগুন নিয়ন্ত্রণে জমে উঠেছে ক্রাইস্টচার্চ টেস্ট, ব্রুকের দারুণ শতক ময়মনসিংহে কারখানায় আগুন আল্লামা সাঈদীর ভবিষ্যৎ বাণী সত্যে পরিণত হয়েছে : রেজাউল করিম অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা হিজবুল্লাহর বিরুদ্ধে ‘জয়’ অনেক দূরে : ইসরাইল সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ছররা গুলিতে নাড়িভুঁড়ি ছিঁড়ে গেছে আরমানের, ছোট্ট শরীরে ৮ বার সার্জারি

সকল