২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সঞ্জিত সরকারের গল্পে উর্মিলার নতুন যাত্রা

-

গুণী, মেধাবী নাট্যকার, নাট্যনির্মাতা সঞ্জিত সরকারের পরিচালনায় স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’। স্যাটেলাইট চ্যানেল আরটিভিতে এর আগেও সঞ্জিত সরকার পরিচালিত বেশ কয়েকটি ধারাবাহিক নাটক প্রচারিত হয়েছে এবং সব নাটকই দর্শকপ্রিয়তা পেয়েছে। সঞ্জিত সরকার গুণী নির্মাতা ও নাট্যকার বলে আরটিভি তার নির্মিত ধারাবাহিক নাটকগুলো প্রচারের পর পর্বও বাড়িয়ে দেন। আরটিভি কর্তৃপক্ষের এমন আন্তরিক সহযোগিতার কারণে সঞ্জিত সরকারও একই চ্যানেলের জন্য নাটক নির্মাণে বেশ আগ্রহ প্রকাশ করে থাকেন সবসময়। সেই আগ্রহের ধারাবাহিকতায় সঞ্জিত সরকার নির্মাণ করেছেন ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ নাটকটি। এই নাটকের গল্পের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে উর্মিলা শ্রাবন্তী কর বলেন, ‘নিঃসন্দেহে সঞ্জিত দাদা একজন গুণী নাট্যকার এবং গুণী নির্মাতাও। তিনি নিজে যেহেতু নাটক রচনা করেন এবং নিজেই নাটক নির্মাণ করেন, সে কারণে প্রত্যেকটি চরিত্রই গল্পানুযায়ী দর্শকের সামনে যথাযথভাবে ফুটে উঠে।
মানুষ হিসেবেও তিনি চমৎকার মানুষ। যে কারণে তার সাথে কাজ করে শিল্পীরা স্বাচ্ছন্দ্যবোধ করে। চিটার অ্যান্ড জেন্টলম্যান পুরো টিমের সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমার বিশ^াস নাটকটি দর্শকের কাছে ভীষণ ভালো লাগবে।’ সঞ্জিত সরকার বলেন, ‘আজ থেকে নাটকটির প্রচার শুরু। একজন নাট্যকার, নির্মাতা হিসেবে শুধু এতটুকু চাই নাটকটি দর্শক দেখুক। আমি যে গুরুত্বপূর্ণ বার্তাটি দিতে চেয়েছি তা যেন দর্শক উপলব্ধি করে সতর্ক হতে পারেন। তাহলেই নির্মাতা হিসেবে আমি তৃপ্ত থাকব।’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডা: এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, মীর সাব্বির, আরফান আহমেদ, সাজু খাদেম, আ খ ম হাসান, প্রাণ রায়, সালহা খানম নাদিয়া, রিমি করিম, নাবিলা বিনতে ইসলাম, বিনয় ভদ্রসহ আরো অনেকে। আজ রাত ১০টায় আরটিভিতে এই ধারাবাহিকের প্রথম পর্ব প্রচার হবে। প্রতি শুক্রবার থেকে সোমবার একই সময়ে এই ধারাবাহিকটির প্রচার হবে। এরই মধ্যে উর্মিলা শেষ করেছেন ‘সেকেন্ড হানিমুন’, ‘বৃষ্টি বন্দনা’, ‘ভালোবাসার মায়াজাল’ নাটকের কাজ শেষ করেছেন। এর পাশাপাশি তিনি ‘আরশিনগর’, ‘শান্তি মলম ১০ টাকা’, ‘দৌড় দ্য ট্র্যান্ডি’, ‘পাল্টা হাওয়া’, ‘উগান্ডাপুর’, ‘শুক্লপক্ষের চাঁদ’ ধারাবাহিকে অভিনয় করছেন। শাহনেওয়াজ কাকলীর ‘ফ্রম বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশকে ধবলধোলাই করতে চায় ওয়েস্ট ইন্ডিজ ‘মা, আমার এখন কি হবে’? আতংকিত এ প্রশ্ন আহত জিল্লুরের ভারতে ব্যাটিং করার মাঝেই মৃত্যু ক্রিকেটারের লেবাননে চুক্তি লঙ্ঘনের অভিযোগ, গুলিবর্ষণ ইসরাইলের মধ্য গাজায় ইসরাইলের বিমান হামলা, নিহত ১৭ পাকিস্তানে প্রতিবাদের খবর দেয়ায় সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দর্শনায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার বাহাদুর শাহ পার্ক : ইতিহাসের নীরব সাক্ষী পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা ভারতের ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, টিকটক নিষিদ্ধ অস্ট্রেলিয়ায় ‘হাইব্রিড মডেল’ মানবে না পাকিস্তান, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা বাড়ল

সকল